পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আলোকচিত্রে চেনা-অচেনা মুখের সারি, প্রদর্শনী উদ্বোধনে গৌতম ঘোষ-চিরঞ্জিৎ - SAMBHU DAS EXHIBITION

আলোকচিত্র শিল্পী শম্ভু দাসের অষ্টম একক শিল্প প্রদর্শনী শুরু হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে ৷ ছিলেন গৌতম ঘোষ, চিরঞ্জিৎ চক্রবর্তী ৷

ETV BHARAT
শম্ভু দাসের প্রদর্শনীতে গৌতম ঘোষ ও চিরঞ্জিৎ চক্রবর্তী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 31, 2025, 7:10 PM IST

কলকাতা, 31 জানুয়ারি:অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে শুরু হল আলোকচিত্র শিল্পী শম্ভু দাসের অষ্টম একক শিল্প প্রদর্শনী ৷ 30 জানুয়ারি এর সূচনা করলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, চিত্রকর হিরণ মিত্র, আলোকচিত্রী বিশ্বনাথ সেনগুপ্ত । তাঁরা ছাড়াও হাজির ছিলেন বহু শিল্পমনস্ক মানুষ । 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী । সময় দুপুর 12টা থেকে রাত আটটা ।

গ্যালারিতে সব মিলিয়ে রয়েছে মোট 30টি ছবি । প্রতিটিতেই রয়েছে মুখের আদল । এক একটি এক এক রকমের । এদিন শম্ভু দাসের লেখা 'বিয়ন্ড দ্য লেন্স' শীর্ষক একটি বইও প্রকাশিত হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত প্রদর্শনীতে । শিল্পী কোভিডের সময়ে বাড়িতে বসে লিখেছেন এই বই । শম্ভু দাস নিজেই জানিয়েছেন বইটিতে রয়েছে মোট 50টি ছবি ।

আলোকচিত্র শিল্পী শম্ভু দাসের প্রদর্শনী (নিজস্ব ভিডিয়ো)

ইটিভি ভারতকে তিনি বলেন, "ছবি মাত্রেই কোনও না কোনও কথা বলে । এখানে সজ্জিত ছবিগুলিও আমার সঙ্গে কথা বলে । তবে, কী কথা বলে আমি বলব না । ছবি দর্শকের সঙ্গে কী কথা বলে সেটা দর্শককে বুঝে নিতে হবে । কারণ প্রত্যেকটা ছবিই কথা বলে । আর এখানে সব ছবিতেই রয়েছে মুখের আদল । প্রতিটি ছবিরই একটি অভিব্যক্তি আছে । চিত্রকরেরা যা দেখেন তা তোলেন না । যা দেখতে চান তা তোলেন । এখানেও তেমনটাই আছে । কারও ভালো লাগবে কারও মন্দ । দর্শকই শ্রেষ্ঠ বিচারক । আমি শুরু থেকেই ভিন্ন কিছু কাজ করতে চেয়েছিলাম । যা আমি দেখতে পাচ্ছি শুধু সেটাতেই বসে না থেকে, যা আমি দেখতে পাচ্ছি না সেটাও ধরার চেষ্টা করেছি ছবিগুলিতে ।"

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

এদিন প্রদর্শনী ঘুরে ঘুরে দেখলেন গৌতম ঘোষ । তিনি বলেন, "অত্যন্ত সুন্দর একটা প্রদর্শনী । সব বয়সের মানুষের মধ্যে সৃজনশীলতা আছে । প্রযুক্তিগত কারণে অনেক কিছু পালটে যাচ্ছে । তবে হ্যাঁ, সময়ের সঙ্গে তাল দিয়ে প্রযুক্তির প্রয়োজন আছে, বদলেরও প্রয়োজন । কিন্তু তা ইতিহাসকে ভুলে গিয়ে নয় ।"

প্রতিটি ছবিতেই রয়েছে মুখের আদল (নিজস্ব চিত্র)
6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

ABOUT THE AUTHOR

...view details