পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বক্সঅফিস 'গেমচেঞ্জার' হবে রামচরণ-কিয়ারার ছবি ? - GAME CHANGER BOX OFFICE COLLECTION

বছরের প্রথম বড় বাজেটের সিনেমা 'গেমচেঞ্জার' মুক্তি পেয়েছে ৷ রামচরণ-কিয়ারা আদবানি অভিনীত ছবির প্রথমদিনের আয় কেমন হতে পারে ?

Game Changer Box Office
'গেমচেঞ্জার' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 10, 2025, 4:26 PM IST

হায়দরাবাদ, 10 জানুয়ারি:বক্সঅফিসে একমাস পরেও আল্লু অর্জুনের পুষ্পা 2 হল ছাড়েনি ৷ এরমধ্যেই বছরের দুটি বড় সিনেমা মুক্তি পেয়েছে ৷ একদিকে রয়েছে দক্ষিণী অভিনেতা রামচরণের 'গেমচেঞ্জার' অন্যদিকে রয়েছে সোনু সুদের 'ফতেহ' ৷ এস শঙ্কর পরিচালিত কিয়ার আদবানি-রামচরণ অভিনীত এই ছবি বক্সঅফিসে দর্শক টানতে পারবে কি ? টিকিটের আগাম বুকিং বলছে অন্য় কথা ৷

  • গেমচেঞ্জার বক্সঅফিস কালেকশন প্রেডিকশন (প্রথম দিন)

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, গেমচেঞ্জার ছবির অ্যাডভান্স বুকিংয়ে আয়ের পরিমাণ 43.55 কোটি টাকা ছাড়িয়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান জানিয়েছেন, ওয়ার্ল্ডওয়াইড ছবির কালেকশন 65 কোটি টাকার বেশি হতে পারে ৷ সবে আয়ের প্রতিটা সংখ্যায় এখন অনুমান ও অ্যাডভান্স বুকিংয়ের উপর নির্ভর করে জানানো হচ্ছে ৷ আসল রিপোর্ট জানা যাবে আগামীকাল ৷ শনিবারই জানা যাবে, গেমচেঞ্জার প্রথম দিনে কতটা আয় করতে পারল ৷

প্রথমবার শঙ্করের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন রামচরণ ৷ পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনেতাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এর আগে শঙ্করের ইন্ডিয়ান 2 বক্সঅফিসে মুখ থুবড়ে পরে ৷ এখন এই ছবি ব্যবহার আলো দেখায় কি না, তা ধীরে ধীরে বোঝা যাবে ৷

প্রি-সেলস ব্যবসা

প্রি-সেলসের দিক থেকে ছবির আয় বেশ ভালো ৷ তেলুগু ভাষায় ছবি অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় ভালো ব্যবসা দেবে বলে মনে করা হচ্ছে ৷ প্রেক্ষাগৃহগুলি থেকে 122 কোটির কিছু বেশি আয়ের সম্ভাবনা রয়েছে ৷ কর্ণাটকে ছবির ব্যবসা 14 কোটি, তামিলনাড়ুতে 15 কোটি, কেরালাতে 2 কোটি ও হিন্দি ভার্সনে 42 কোটি আয়ের পথ খোলা রয়েছে ৷ পুরো তথ্যই তুলে ধরেছে স্যাকনিল্ক ৷

গেমচেঞ্জার ভার্সেস ফতেহ

অন্যদিকে, অভিনেতা সোনু সুদ প্রথমবার পরিচালকের আসনে ৷ প্রেক্ষাগৃহে এই অ্যাকশন প্যাকড এই ছবি দর্শকদের মনে দাগ কারটে সক্ষম হয়েছে ৷ ফলে বক্সঅফিস দখলে মুখোমুখি এই দুটি ছবি রয়েছে ৷ এখন দেখার কার ভাগ্যে সাফল্যের শিঁকে ছেড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details