হায়দরাবাদ, 30 জুন:টি20 বিশ্বকাপ জয়ের উদযাপন চলছে দেশজুড়ে ৷ পাড়ার মোড় থেকে সোশাল মিডিয়া - সর্বত্র চর্চায় মেন-ইন-ব্লু ৷ রবি-ছুটিতে 'ভারত আমার ভারতবর্ষ' আবেগে ভাসছে আম আদমি থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ সলমন খান, অনুষ্কা শর্মা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু-সহ সিলভার স্ক্রিনের তারকারা অভিনন্দন জানিয়েছেন রোহিত ব্রিগেডকে ৷
দীর্ঘ 13 বছর পর দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার অন্যতম চালিকাশক্তি নিঃসন্দেহে বিরাট কোহলি ৷ এই অবদানের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর গৃহিণী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ কাপ হাতে বিরাটের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বলিউডের 'পরী'৷ ক্যাপশনে লিখেছেন, "এবং.. আমি এই লোকটিকে ভালোবাসি ৷ আপনার কাছে কৃতজ্ঞ...এখন এটি উদযাপন করতে আমার জন্য এক গ্লাস ঝলমলে জল নিয়ে এসো ৷"
তিনি একটি ভিন্ন পোস্টে উল্লেখ করেন যে, কীভাবে তাঁদের মেয়ে ভামিকা টেলিভিশনে খেলোয়াড়দের কান্না দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ৷ অনুষ্কা জানিয়েছেন, "সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল যে, তাঁদের আলিঙ্গন করার জন্য কেউ থাকবে তো ? হ্যাঁ, আমার প্রিয়তম, তাদের 1.5 বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে । কী অসাধারণ জয় এবং কী কিংবদন্তি অর্জন !! চ্যাম্পিয়নস - অভিনন্দন !!"
চ্যাম্পিয়নশিপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন ৷
বড়পর্দার 'সুলতান' সলমন খানও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান ৷ টিম ইন্ডিয়ার একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন 'চ্যাম্পিয়ন'৷
সিদ্ধার্থ মালহোত্রা টিম ইন্ডিয়ার পারফরম্যান্স, রোহিত শর্মার নেতৃত্ব, বিরাট কোহলির শক্তিশালী খেলা এবং জসপ্রিত বুমরার প্রভাবশালী বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷