পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কেদারনাথ' থেকে 'লাকি ভাস্কর', সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা যা মিস করা যায় না - 5 REAL LIFE INSPIRED FILMS

সাম্প্রতিক নানা ঘটনা সিনেপর্দায় কাহিনী হয়ে সামনে আসে যা দর্শক মনে নাড়া দিয়ে যায় ৷ বাস্তব জীবনের ঘটনা নিয়ে তৈরি সিনেমায় নজর রাখতে পারেন ৷

Etv Bharat
সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা (ট্রেলার স্ক্রিন শট)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 7:52 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর:সিনেমা কথা বলে ৷ সিনেমায় মনের ভাব অনায়াসে প্রকাশ করা যায় ৷ ভারতীয় সিনেমা জগতে যেমন বায়োপিক দর্শকদের মনে জায়গা করে নেয় তেমনই সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিও ফেলে গভীর ছাপ ৷ এমন অনেক সিনেমা আছে যা সাহস, মানবতা, অস্তিত্বের এমন বার্তা তুলে ধরে যা নাড়া দিয়ে যায় মানুষের মন ৷

সম্প্রতি সত্য ঘটনাকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে সবরমতি রিপোর্ট ও লাকি ভাস্কর ৷ দুটি সিনেমায় নিজস্ব জঁনারে দর্শক মনে ফেলেছে ছাপ ৷ তুলেছে অনেক প্রশ্ন ৷ আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন আর যদি সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে এই তালিকা আপনার জন্য ৷ রইল সত্যকে আধার করে তৈরি সিনেমা, যা একবার না একবার হলেও দেখা উচিত সিনেবাফদের ৷

1.কেদারনাথ (2018)

অভিষেক কাপুর পরিচালিত, 'কেদারনাথ' একটি মর্মস্পর্শী রোমান্টিক সিনেমা ৷ 2013 সালের উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প ৷ সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই সিনেমা ভিন্ন ধর্মীয় পটভূমিতে ভালোবাসা জাগিয়ে তোলে ৷ আবেগঘন গল্পের মাধ্যমে, কেদারনাথ আন্তঃধর্মীয় সম্পর্ক এবং বিশ্বাসের স্থায়ী শক্তিকে ধারণ করে। এই সিনেমা দর্শকদের মানবতা এবং ভালবাসা সম্পর্কে শক্তিশালী বার্তা দেয়।

2. উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (2019)

ভারতীয় সিনেমায় দেশ প্রেমের কাহিনী বারে বারে ফিরে এসেছে ৷ বর্ডার থেকে শুরু করে এলওসি কার্গিল, পরিচালকদের নেতৃত্বে সামনে এসেছে দেশের বীর যোদ্ধাদের সত্য কাহিনী ৷ আদিত্য ধর পরিচালিত উরি: দ্য সার্জিক্য়াল স্ট্রাইক-ও তেমন এক ছবি ৷ 2016 সালে উরি হামলার ঘটনার প্রেক্ষাপটে তৈরি ছবির চিত্রনাট্য ৷ 2019 সালের 6 জানুয়ারি মুক্তি পায় এই সিনেমা ৷ মেজর বিভান শেরগিলের চরিত্রে ভিকি কৌশল অনবদ্য ৷ মুখে মুখে ফিরতে থাকে তাঁর অনবদ্য সংলাপ, "হাউস দ্য জোশ.. হ্যায় স্যার... ৷"

3. দ্য কাশ্মীর ফাইলস (2022)

মুক্তির পরেই বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কম বিতর্ক হয়নি ৷ নয়ের দশকে ভূ-স্বর্গে কাশ্মিরী পন্ডিতদের করুণ অবস্থা তুলে ধরা হয় ছবির মাধ্যমে ৷ মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত এই ছবি কাশ্মীরের এক রূঢ় সত্য তুলে ধরার চেষ্টা করেন ৷ যা দেখে মানুষের মনে কখনও ক্রোধের সঞ্চার হয়েছে আবার কখনও চোখ ভিজেছে জলে ৷

4. দ্য সবরমতি রিপোর্ট (2024)

ধীরাজ সারনার পরিচালনায় মুক্তি পেয়েছে 'সবরমতি রিপোর্ট' ৷ 2002 সালের গুজরাত দাঙ্গার পর গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসের 27 ফেব্রুয়ারির মর্মান্তিক সকাল ছবির মূল বিষয়বস্তু ৷ বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং রিধি ডোগরা অভিনীত, ছবিটি রায়টের পিছনের সত্যতা এবং তার পরবর্তী ঘটনা সামনে আনার চেষ্টা করে ৷ সিনেমায় ন্যায়বিচারের নিরলস সাধনা, ত্যাগ ও সত্যকে তুলে ধরা হয়েছে বলে দাবি পরিচালকের ৷

5. লাকি ভাস্কর (2024)

আটের দশকের প্রেক্ষাপট ৷ এক মধ্যবিত্ত ব্যাঙ্কে চাকরি করা ভাস্কর কীভাবে আর্থিক তছরূপ ঘটনায় জড়িয়ে পড়েন সেখান থেকেই শুরু ছবির কাহিনী ৷ দুলকর সলমন ও মীনাক্ষী চৌধুরি অভিনীত তেলেগু ক্রাইম ড্রামা পরিচালনা করেছেন বিবেক আথরেয়া ৷

ABOUT THE AUTHOR

...view details