মুম্বই, 23 ডিসেম্বর:তারাদের দেশেখ্যাতনামাপরিচালক শ্যাম বেনেগাল ৷ বছর শেষের আগেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন 'অঙ্কুর', 'নিশান্ত’-এর মতো ছবির পরিচালক ৷ দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন আধুনিক ভারতের অন্যতম সেরা এই ফিল্মমেকার। মুম্বইয়ের ওকহার্ট হাসপাতাল থেকে সোমবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ এদিন সন্ধ্য়া 6.38 মিনিটে তিনি ওই হাসপাতালেই মারা যান, এমনটাই সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল ৷
তাঁর প্রয়াণে শোকাহত বাংলার সিনেপ্রেমী মানুষরাও। তাঁর আত্মার শান্তি কামনা করে পরিচালক প্রতীম ডি. গুপ্ত লিখেছেন, "অঙ্কুর, মান্ডি, মন্থন, মির্চ মশালা, নিশান্ত, ভূমিকা, জুনুন, কলিযুগ, ত্রিকাল... ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতার যাত্রা শুভ হোক। শ্যাম বাবু।" পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা শোকজ্ঞাপন করেছেন ৷ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে লোকসভার বিরোেধী দলনেতা রাহুল গান্ধি খ্যাতনামা পরিচালককের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ৷
রাহুল এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শ্যাম বেনেগালজির প্রয়াণে শোকাহত । তিনি এমন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ভারতের মনের কথা গভীরতা এবং সংবেদনশীলতার সঙ্গে জীবন্ত করে তুলেছিলেন। সামাজিক বিষয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বিশ্বব্যাপী তাঁর প্রিয়জন এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।