কলকাতা, 26 মার্চ: হিন্দির পরে এবার পালা বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের । আগামী 29 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হবে বাংলা ছবির বিভিন্ন বিভাগের সেরাদের । আসর বসবে শহরের এক ঝাঁ চকচকে হোটেলে । পুরস্কারমঞ্চে কে শেষ হাসি হাসবেন সেটা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । তবে কারা পেলেন মনোনয়ন? আসুন দেখে নিই ৷
- সেরা ছবির মনোনয়ন
সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা', অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান', অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন', শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ', কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী', সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার' ।
- সেরা পরিচালকের মনোনয়ন
অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), সুমন ঘোষ (কাবুলিওয়ালা) ।
- সমালোচকদের মতে সেরা ছবির মনোনয়ন
'মায়ার জঞ্জাল', 'নীহারিকা', 'পালান', 'শেষপাতা', 'শহরের উষ্ণতম দিনে'।
- সেরা অভিনেতার মনোনয়ন
অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।
- সমালোচকদের মতে সেরা অভিনেতার মনোনয়ন
অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, সুব্রত দত্ত ।
- সেরা অভিনেত্রীর মনোনয়ন
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী (ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) ।
- সমালোচকদের মতে সেরা অভিনেত্রীর মনোনয়ন
অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা), অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতাশঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী) ৷
- সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন
অনসুয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি 2), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান) ৷
- সেরা অভিনেতার মনোনয়ন
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল), বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা) ৷
- সেরা অ্যালবামের মনোনয়ন
অর্ধাঙ্গিনী (অনুপম রায়), দশম অবতার (অনুপম রায়), কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত), মায়াকুমারী (বিক্রম ঘোষ), মিঠে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য রিত), শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী) ৷
- সেরা গানের মনোনয়ন