কলকাতা, 8 নভেম্বর:15 নভেম্বর থেকে হইচই ওয়ার্ল্ড ক্লাসিক্সে দেখানো শুরু হবে 'তালমার রোমিও জুলিয়েট'। যার পরিচালনায় অর্পণ গড়াই এবং শিল্প নির্দেশনায় অনির্বাণ ভট্টাচার্য । অনির্বাণ এখানে ভিলেনের চরিত্রে অভিনয়ও করেছেন ৷ কীভাবে সামলেছেন দুই দিক ? কী কী অভিজ্ঞতা হয়েছে পরিচালক অর্পণের ? একান্ত আলাপচারিতায় নানা কথা তাঁরা ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷
অভিনয়ের পাশাপাশি পরিচালনা ৷ এর আগেও তা সামলেছেন ৷ 'তালমার রোমিও জুলিয়েট'-এর ক্ষেত্রে এই কাজটা করতে পারার জন্য টিমকে কৃতিত্ব দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সবটা প্ল্যান করে সামলেছি । আর একা নয় । এত বড় একটা টিম ছিল । তাই সবাই মিলে একসঙ্গে সামলে নিতে পেরেছি ।"
খোলামেলা আড্ডায় অনির্বাণ ও অর্পণ (নিজস্ব ভিডিয়ো) অর্পণও অনির্বাণের মতো একজন অভিনেতা, পরিচালক, ক্রিয়েটিভ ডিরেক্টরকে পাশে পেয়ে বেজায় খুশি । অর্পণের কথায়, "অনেকদিন ধরেই এটা নিয়ে কাজ চলছিল । শুরু থেকেই গাইডেন্স পেয়েছি অনির্বাণদার । এরকম একটা কাজ করতে পেরে আমি খুব খুশি ৷"
অনির্বাণ এবং অর্পণের সঙ্গে এই সিরিজ নিয়ে জমজমাট আড্ডায় উঠে আসে আরও অনেক দিক । যেমন এই মুহূর্তে অনির্বাণ কেমন চরিত্রের অপেক্ষায় রয়েছেন, কিংবা তাঁকে প্রেমিকের চরিত্রে পাওয়া যাবে কী না ! এসব জানতে চাইলে তিনি বলেন, "পরিচালকরা আমাকে নিয়ে সেভাবে ভাবলে আমি করব । তবে, এবার একটা ভালো, সুন্দর, পরিষ্কার, জটিলতাবিহীন প্রেমিকের চরিত্র পেলে মন্দ হয় না ।"
'তালমার রোমিও জুলিয়েট'-এ অনির্বাণ (নিজস্ব চিত্র) অর্পণ কি অনির্বাণকে নিয়ে বুনবেন তেমন কোনও চিত্রনাট্য ? অর্পণের সাফ জবাব, "প্রেমিকেরই চরিত্র বুনব কি না জানি না । কিন্তু অনির্বাণদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্র তো বুনবই ।"