পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পরিচালক গাছের সঙ্গে প্রেম করতে বললেও রাজি, কেন বললেন শোলাঙ্কি ? - Solanki Roy Exclusive - SOLANKI ROY EXCLUSIVE

Solanki Roy Exclusive: আসন্ন ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দী'তে দেখা যাবে শোলাঙ্কি রায়কে ৷ তাঁর চরিত্র সম্পর্কে নানা কথা জানালেন তিনি ৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন অভিনেত্রী ৷

ETV BHARAT
ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় শোলাঙ্কি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 7:07 PM IST

Updated : Jun 19, 2024, 7:39 PM IST

কলকাতা, 19 জুন: 'গাঁটছড়া' ধারাবাহিকের পর বেশ অনেক দিনের বিরতি কাটিয়ে ফের দর্শকের দরবারে অভিনেত্রী শোলাঙ্কি রায় । দেবালয় ভট্টাচার্যের আসন্ন ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দী'তে দেখা যাবে শোলাঙ্কিকে । তাঁর বিপরীতে দুই নায়ক । একজন অনস্ক্রিন, অন্যজন অফস্ক্রিন । কারণ তাঁর চরিত্রটি যে একজন অভিনেত্রীর । এই চরিত্র নিয়ে বিশদে জানিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন শোলাঙ্কি ৷

ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় শোলাঙ্কি (নিজস্ব ভিডিয়ো)

এই ওয়েব সিরিজে শোলাঙ্কিকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যাবে অনেকটা সময় । আর তাঁর যত্নে ব্যস্ত নীল ভট্টাচার্য । নীল এই সিরিজে তাঁর অনস্ক্রিন নায়ক । আর সৌম্য বন্দ্যোপাধ্যায় শোলাঙ্কির আসল স্বামী । এই তিনজনের সম্পর্কের সমীকরণই 'বোকা বাক্সতে বন্দী'-র মূল আকর্ষণ ।

আগামী 21 জুন হইচইতে মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের এই নতুন ওয়েব সিরিজ । ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় শোলাঙ্কি জানান, "দেবালয় দার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ । খুব পরিকল্পিত এবং গোছানো কাজ । এরকম চরিত্রও আগে করা হয়নি । আর বাস্তবে টেলিভিশনে অনেক কাজ করার ফলে অনস্ক্রিনে এই সিরিজে টেলিভিশন অভিনেত্রীর অভিনয় করতে অনেকটাই সুবিধা হয়েছে । হুইলচেয়ারে বসে অভিনয় । ফলে, বেশি হাঁটতেও হয়নি ৷ এটাও বেশ মজার ।"

শোলাঙ্কির সঙ্গে টেলিভিশনে গৌরব চট্টোপাধ্যায় এবং বিক্রম চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রি দর্শকের ভালো লেগেছে ৷ এঁদের মধ্যে কাকে সিরিজে ফিরে পেতে চান তিনি ? শোলাঙ্কি দিলেন বুদ্ধিদীপ্ত একটি উত্তর । তিনি বলেন, "আমি একজন অভিনেত্রী । তাই পরিচালক গাছের সঙ্গে প্রেম করতে বললেও আমি রাজি ৷ গৌরব, বিক্রম, যিশুদা সকলের সঙ্গেই আমার অনস্ক্রিন জুটি ভালো ছিল । তবে, তাঁদেরকে পেতেই হবে সিরিজে সেরকম কোনও বাসনা নেই ।"

শোলাঙ্কির বিশেষ বন্ধু সোহম মজুমদারের প্রসঙ্গ উঠলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে তিনি উত্তর দিলেন । কী বলেছেন তিনি, জানুন এই সাক্ষাৎকারে ।

Last Updated : Jun 19, 2024, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details