পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছোট্টবেলার প্রেমে ইতি, 11 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদের পথে এশা-ভরত ! - Esha Deol Bharat Takhtani Divorce

Esha Deol-Bharat Takhtani Divorce: এশা দেওল এবং ভরত তখতানি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ৷ তাঁদের প্রেম ছোটবেলা থেকেই ৷ 2012 সালে তাঁদের বিয়ে হয় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 1:59 PM IST

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: ভালোবাসার সপ্তাহে বলিউডে ফের বিচ্ছেদের সুর ৷ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা এশা দেওল তাঁর 11 বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন ৷ ছোট্টবেলার প্রেম পরিণতি পেয়েছিল 2012 সালের 29 জুন ৷ ব্যবসায়ী ভারত তখতানিকে বিয়ে করেন এশা ৷ মুম্বইয়ের ইসকন মন্দিরে ঘরোয়াভাবেই হয়েছিল তাঁদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান । এই দম্পতির দুটি কন্যা রয়েছে, রাধা এবং মীরায়া ।

একটি যৌথ বিবৃতিতে, এশা দেওল এবং ভারত তখতানি একটি নিউজ পোর্টালকে জানিয়েছেন যে, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । তাঁরা বলেছেন, "আমরা পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আমাদের জীবনে এই পরিবর্তনের সময় আমাদের দুই সন্তানের সর্বোত্তম স্বার্থ এবং সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে । আমাদের গোপনীয়তাকে সম্মান করা হলে আমরা খুশি হব ।"

একটি ইন্টার-স্কুল টুর্নামেন্টে দেখা হয়েছি এশা ও ভরতের ৷ একটি সাক্ষাত্কারে অভিনেত্রী তাঁর প্রেমকাহিনির কথা তুলে ধরে খোলাখুলি বলেছিলেন, "আমি যমুনাবাই স্কুলে ছিলাম, এবং ভরত বান্দ্রার লার্নার্স অ্যাকাডেমিতে ছিল । এই স্কুল বান্দ্রার কয়েকটি স্কুলের মধ্যে অন্যতম যেখানে সুন্দর ছেলেরা ছিল । আমার স্কুলে অনুষ্ঠিত ইন্টার-স্কুল প্রতিযোগিতা ক্যাসকেডে আমাদের দেখা হয় । তিনি তাঁর ফোন নম্বর টিস্যুতে লিখে ভরতকে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন এশা ।

এশা বলেন, সেই সময় কথা বলাটা কঠিন ছিল ৷ এবং সেই পবিত্রতা ও একাগ্রতাই তাঁদের সম্পর্কের প্রধান আবেগ ছিল । এটিকে সুন্দর বলে অভিহিত করে হেমা মালিনীর মেয়ে প্রকাশ করেন যে, কলেজ চলাকালীনও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল ৷ কিন্তু যখন তাঁর 18 বছর বছর পূর্ণ হয়, তখন তাঁর পেশাদার জীবন শুরু হয় এবং তাঁরা যোগাযোগ হারিয়ে ফেলেন । এশা এবং ভরত দশ বছর পরে আবার একত্রিত হন এবং আবার তাঁদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং বাকিটা ইতিহাস ।

তাঁর ফিল্ম কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে এশা না তুম জানো না হাম, কেয়া দিল নে কাহা, হাইজ্যাক এবং পেয়ারে মোহন-সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন । তিনি সম্প্রতি অজয় দেবগনের রুদ্র: দ্য এজ অফ ডার্কনেসে তাঁর ওটিটি আত্মপ্রকাশ করেছেন ।

আরও পড়ুন:

  1. দাম্পত্যে ইতি, বন্ধুত্বে অনুপম-পিয়া
  2. আমির-কিরণের ডিভোর্স নিয়ে মুখ খুললেন ফয়জল
  3. 'সাইলেন্স...', ডিভোর্স নোটিস নিয়ে কী বললেন নুসরত ?

ABOUT THE AUTHOR

...view details