পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আর্থিক প্রতারণা মামলায় শিল্পা-রাজের 98 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র - ED ATTACHED SHILPA Shetty assests - ED ATTACHED SHILPA SHETTY ASSESTS

ED attached properties of Shilpa-Raj: শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার একাধিক স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ৷ যার আর্থিক মূল্য 98 কোটি টাকা ৷ আর্থিক প্রতারণা বিষয়ক পিএমএলএ আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Etv Bharat
রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 1:51 PM IST

Updated : Apr 18, 2024, 2:21 PM IST

মুম্বই, 18 এপ্রিল: বিপাকে বলি অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা ৷ আর্থিক জালিয়াতি মামলার অধীনে মুম্বইয়ে রিপু সুদান কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার 97.79 কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2002 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনের আওতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে ৷ ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলির মধ্যে বর্তমানে শিল্পা শেঠির নামে জুহুর একটি ফ্ল্যাট ও পুনের একটি বাংলো রয়েছে ৷ রাজ কুন্দ্রার নামে ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি ৷

ভেরিয়েবল টেক পিটিই লিমিটেড, প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ​​ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং এমএলএম এজেন্টদের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ এবং দিল্লি পুলিশের রুজু করা একাধিক এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, তারা বিটকয়েন আকারে প্রতি মাসে 10 শতাংশ রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে বিটকয়েনের আকারে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল ৷ সূত্রের খবর, 2017 সালেই 6 হাজার 600 কোটি টাকা মূল্যের বিটকয়েন আকারে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল বলে অভিযোগ।

এই বিটকয়েনগুলি বিটকয়েন খনির জন্য ব্যবহার করার কথা ছিল ৷ বিনিয়োগকারীরা ক্রিপ্টো কারেন্সিগুলিতে বিশাল আয় হবে, এমনটাই আশা দেওয়া হয়েছিল ৷ কিন্তু প্রোমোটাররা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে এবং অস্পষ্ট অনলাইন ওয়ালেটে অর্জিত বিটকয়েনগুলি লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে ইডি ৷

তদন্তে জানা গিয়েছে, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ৷ অমিত ভরদ্বাজের কাছ থেকে 285 বিটকয়েন পেয়েছিলেন তিনি। এই বিটকয়েনগুলি অমিত ভরদ্বাজ দ্বারা সংগৃহীত অপরাধের অর্থ থেকে সংগৃহীত হয়েছিল বলে খবর। যেহেতু চুক্তিটি বাস্তবায়িত হয়নি, রাজ কুন্দ্রা এখনও 285 বিটকয়েন নিজের দখলে রেখেছে বলে অভিযোগ ৷ যার বাজার মূল্য বর্তমানে 150 কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

'গোটা বিষয়টার কোনও মানে নেই', শিল্পার ভাইরাল ভিডিও নিয়ে অকপট ঋতুপর্ণা

Shilpa Shetty: 'নিয়ম ভালোই জানি', জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কটাক্ষের পালটা দিলেন শিল্পা

Last Updated : Apr 18, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details