মুম্বই, 18 এপ্রিল: বিপাকে বলি অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা ৷ আর্থিক জালিয়াতি মামলার অধীনে মুম্বইয়ে রিপু সুদান কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার 97.79 কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2002 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনের আওতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে ৷ ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলির মধ্যে বর্তমানে শিল্পা শেঠির নামে জুহুর একটি ফ্ল্যাট ও পুনের একটি বাংলো রয়েছে ৷ রাজ কুন্দ্রার নামে ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি ৷
ভেরিয়েবল টেক পিটিই লিমিটেড, প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং এমএলএম এজেন্টদের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ এবং দিল্লি পুলিশের রুজু করা একাধিক এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, তারা বিটকয়েন আকারে প্রতি মাসে 10 শতাংশ রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে বিটকয়েনের আকারে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল ৷ সূত্রের খবর, 2017 সালেই 6 হাজার 600 কোটি টাকা মূল্যের বিটকয়েন আকারে বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছিল বলে অভিযোগ।
এই বিটকয়েনগুলি বিটকয়েন খনির জন্য ব্যবহার করার কথা ছিল ৷ বিনিয়োগকারীরা ক্রিপ্টো কারেন্সিগুলিতে বিশাল আয় হবে, এমনটাই আশা দেওয়া হয়েছিল ৷ কিন্তু প্রোমোটাররা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে এবং অস্পষ্ট অনলাইন ওয়ালেটে অর্জিত বিটকয়েনগুলি লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে ইডি ৷