পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মাদকজাতীয় গানে নিষেধাজ্ঞা! সরকারকে পাল্টা চ্যালেঞ্জ দিলজিৎ দোসাঞ্জের

সরকারকে পাল্টা চ্যালেঞ্জ পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ৷ কনসার্টে গানের মধ্য দিয়ে মাদকজাতীয় বিষয় প্রচার না করার নোটিশে পাল্টা প্রতিক্রিয়া গায়কের ৷

Etv Bharat
সরকারকে পাল্টা চ্যালেঞ্জ দিলজিৎ দোসাঞ্জের (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 18 নভেম্বর: নিজামের শহরে কনসার্টের আগে নোটিশ ধরিয়েছিল তেলেঙ্গনা সরকার ৷ পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ গত রবিবার (17 নভেম্বর) সেই নোটিশে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া দিয়েছেন। গুজরাতে দিল-লুমিনাতি ট্যুরে লাইভ কনসার্টের সময় তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন ৷ যার ছোট্ট ঝলক তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়া হ্যান্ডেলে।

হায়দরাবাদের পর, দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাতি ট্যুরের পরবর্তী শো ছিল গুজরাতের আমেদাবাদে। 17 নভেম্বর, দিলজিৎ দোসাঞ্জ অফিসিয়াল ইনস্টাগ্রামে আমেদাবাদের দিল-লুমিনাতি ট্যুরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে তিনি রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ৷ পাশাপাশি রাজ্য সরকারকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ ভিডিয়োর শুরুতে, লাইভ কনসার্টের সময় দিলজিৎকে অনুরাগীদের উদ্দেশে বলেন, "একটি সুখবর আছে। আমি আজ (17 নভেম্বর) কোনও নোটিশ পাইনি।" এই কথা শুনে উপস্থিত অনুরাগীরা হাসতে থাকে।

গুজরাত ড্রাই স্টেট-দিলজিৎ
দিলজিৎ এরপর বলতে থাকেন, "এর থেকে বড় খবর আরও একটা রয়েছে ৷ কথা এখানেই শেষ হচ্ছে না ৷ আমি আজ কোনও গান অ্যালকোহলের উপর গাইব না ৷ জিজ্ঞাসা করুন কেন গাইব না ?" এই কথা শুনে অনুরাগীরাও প্রশ্ন করে, কেন গাইবে না ৷ তখন গায়ক উত্তর দেন, "কারণ গুজরাত ড্রাই স্টেট ৷" এই উত্তর শুনে ফ্যানরা চিৎকার করতে শুরু করেন ৷

এরপর 'চামকিলা' গায়ক বলেন, "আমি অনেক ভক্তিমূলক গান গেয়েছি। গত 10 দিনে, আমি দু'টি ভক্তিমূলক গান প্রকাশ করেছি ৷ কিন্তু কেউ সেগুলি নিয়ে কথা বলছে না। সবাই টিভিতে বসে পাটিয়ালা পেগের কথা বলছে।"

বলিউডের অভিনেতারা অ্যালকোহলের বিজ্ঞাপন করে

দিলজিৎ আরও বলেন, "বলিউডে কয়েক ডজন গান আছে, যেগুলো অ্যালকোহল নিয়ে এবং আমার দু-চারটি গান আছে। আজও সেই গান গাইব না। কারণ আমি নিজে অ্যালকোহল পান করি না ৷ কিন্তু বলিউডের অনেক অভিনেতারা অ্যালকোহলের বিজ্ঞাপন দেন, দিলজিৎ দোসাঞ্জ বিজ্ঞাপন দেন না। আমাকে টিজ করবেন না। আমি যেখানেই যাই, চুপচাপ প্রোগ্রাম করি, আমাকে জ্বালাতন করছেন কেন?"

দিলজিতের ড্রাই স্টেট আন্দোলন

দিলজিৎ লাইভ কনসার্টে এরপর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, "এটা ভালো বিষয় যে অ্যালকোহল নিয়ে সরকার সচেতনতার নোটিশ দিয়েছে ৷ তাহলে চলো এক আন্দোলন শুরু করা যাক ৷ আমাদের দেশে যত রাজ্য আছে, প্রত্যেকে যদি ড্রাই স্টেট ঘোষণা করে তাহলে তার পরের দিনই দিলজিৎ দোসাঞ্জ অ্যালকোহল নিয়ে জীবনে গান গাইবেন না ৷ আমি অঙ্গীকার করছি ৷" এরপরেই তিনি অনুরাগীদের প্রশ্ন করেন "এটা কি সম্ভব?" উপস্থিত ফ্যানেরা সমস্বরে চিৎকার করে বলে "না"।

করোনাতে সব বন্ধ ছিল, অ্যালকোহলের দোকান নয়

অতিমারি করোনার সময়ের কথা মনে করে দিলজিৎ বলেন, "এটা একটা বিশাল আয়। করোনার কারণে সবকিছু বন্ধ ছিল। কিন্তু অ্যালকোহলের দোকান বন্ধ হয়নি স্যার। আপনি কি জিনিস তৈরি করছেন? যুবকদের বোকা বানানো যাবে না।" রাজ্য সরকারগুলিকে আরেকটি প্রস্তাব দিয়ে তিনি বলেন, "যেখানেই আমার শো হবে, আপনারা একদিনের জন্য ড্রাই ডে ঘোষণা করুন, আমি অ্যালকোহল নিয়ে তৈরি গান গাইব না।"

গায়ক আরও বলেন, "আমি সহজেই সেই গানগুলো পরিবর্তন করে গাইতে পারি। আমি কোনও নতুন শিল্পী নই ৷ আপনারা আমাকে বলবেন আমি কি গাইব আর কি গাইব না! আর আমি বলব, এরপর কি করব ৷ আমার কাছে গানের পরিবর্তন করা সহজ বিষয় ৷ গান বদলে গেলেও সেই গানগুলো আগের মতোই আনন্দ-বিনোদন-মজা দেবে।"

বিতর্কের সূত্রপাত

আমেদাবাদের আগে দিলজিৎ হায়দরাবাদে লাইভ কনসার্টে এসেছিলেন ৷ ইভেন্টের আগে, তিনি তেলেঙ্গানা সরকারের কাছ থেকে একটি নোটিশ পেয়েছিলেন, যেখানে তাঁকে অ্যালকোহল ভিত্তিক গান না গাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়েছিল, দিলজিৎ গানের মাধ্যমে মদের প্রচার ও বিজ্ঞাপন করছেন। গত মাসের শুরুতে, নয়াদিল্লিতে একটি লাইভ শোতে দিলজিৎ দোসাঞ্জের ভিডিয়ো সামনে আনা হয় ৷ প্রমাণস্বরূপ উঠে আসে যেখানে গানের মধ্য দিয়ে অ্যালকোহল এবং সহিংসতার প্রচার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় ৷ তারপরেই পরিপ্রেক্ষীতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন দিলজিৎ দোসাঞ্জ ৷

ABOUT THE AUTHOR

...view details