হায়দরাবাদ, 18 নভেম্বর: নিজামের শহরে কনসার্টের আগে নোটিশ ধরিয়েছিল তেলেঙ্গনা সরকার ৷ পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ গত রবিবার (17 নভেম্বর) সেই নোটিশে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া দিয়েছেন। গুজরাতে দিল-লুমিনাতি ট্যুরে লাইভ কনসার্টের সময় তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন ৷ যার ছোট্ট ঝলক তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়া হ্যান্ডেলে।
হায়দরাবাদের পর, দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাতি ট্যুরের পরবর্তী শো ছিল গুজরাতের আমেদাবাদে। 17 নভেম্বর, দিলজিৎ দোসাঞ্জ অফিসিয়াল ইনস্টাগ্রামে আমেদাবাদের দিল-লুমিনাতি ট্যুরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে তিনি রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ৷ পাশাপাশি রাজ্য সরকারকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ ভিডিয়োর শুরুতে, লাইভ কনসার্টের সময় দিলজিৎকে অনুরাগীদের উদ্দেশে বলেন, "একটি সুখবর আছে। আমি আজ (17 নভেম্বর) কোনও নোটিশ পাইনি।" এই কথা শুনে উপস্থিত অনুরাগীরা হাসতে থাকে।
গুজরাত ড্রাই স্টেট-দিলজিৎ
দিলজিৎ এরপর বলতে থাকেন, "এর থেকে বড় খবর আরও একটা রয়েছে ৷ কথা এখানেই শেষ হচ্ছে না ৷ আমি আজ কোনও গান অ্যালকোহলের উপর গাইব না ৷ জিজ্ঞাসা করুন কেন গাইব না ?" এই কথা শুনে অনুরাগীরাও প্রশ্ন করে, কেন গাইবে না ৷ তখন গায়ক উত্তর দেন, "কারণ গুজরাত ড্রাই স্টেট ৷" এই উত্তর শুনে ফ্যানরা চিৎকার করতে শুরু করেন ৷
এরপর 'চামকিলা' গায়ক বলেন, "আমি অনেক ভক্তিমূলক গান গেয়েছি। গত 10 দিনে, আমি দু'টি ভক্তিমূলক গান প্রকাশ করেছি ৷ কিন্তু কেউ সেগুলি নিয়ে কথা বলছে না। সবাই টিভিতে বসে পাটিয়ালা পেগের কথা বলছে।"
বলিউডের অভিনেতারা অ্যালকোহলের বিজ্ঞাপন করে
দিলজিৎ আরও বলেন, "বলিউডে কয়েক ডজন গান আছে, যেগুলো অ্যালকোহল নিয়ে এবং আমার দু-চারটি গান আছে। আজও সেই গান গাইব না। কারণ আমি নিজে অ্যালকোহল পান করি না ৷ কিন্তু বলিউডের অনেক অভিনেতারা অ্যালকোহলের বিজ্ঞাপন দেন, দিলজিৎ দোসাঞ্জ বিজ্ঞাপন দেন না। আমাকে টিজ করবেন না। আমি যেখানেই যাই, চুপচাপ প্রোগ্রাম করি, আমাকে জ্বালাতন করছেন কেন?"