পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গানে মাদকের প্রচার, ফের আইনি বিপাকে দিলজিৎ দোসাঞ্জ - DILJIT DOSANJH FACES LEGAL ACTION

বারণ করা সত্ত্বেও শুনলেন না ৷ মিউজিক্যাল কনসার্টে ফের মদ্যপানের প্রচারমূলক গান গেয়ে বিতর্কে জড়ালেন দিলজিৎ দোসাঞ্জ ৷

Diljit Dosanjh
ফের আইনি বিপাকে দিলজিৎ দোসাঞ্জ (এএনআই)

By ANI

Published : Jan 1, 2025, 3:45 PM IST

লুধিয়ানা (পঞ্জাব), 1 জানুয়ারি: ফের আইনি বিপাকে জড়ালেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ৷ নতুন বছর উদযাপন উপলক্ষ্যে পঞ্জাবের লুধিয়ানাতে ছিল চমকিলার মিউজিক্যাল কনসার্ট ৷ সেই কনসার্টে গানের মধ্য দিয়ে অ্যালকোহল, ড্রাগসের প্রচার করার অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে ৷ সেই কারণে ফের জড়ালেন বিতর্কে ৷ এবার অভিযোগ করেছেন চণ্ডীগড়ের অ্যাসিসট্যান্ট প্রফেসর পুণ্ডিতরাও ধরেনবর ৷

পঞ্জাবের ডেপুটি ডিরেক্টর অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট নোটিশ পাঠিয়েছিল লুধিয়ানা জেলার কমিশনারকে ৷ সেই নোটিশে অনুরোধ করা হয়েছিল, দিলজিৎ 31 ডিসেম্বর লাইভ শোয়ে যাতে কোনও রকম বিতর্কিত গান না গায় ৷ পাশাপাশি, লুধিয়ানার স্থানীয় প্রশাসনের নজরে এনে নোটিশে বলা হয়, 'পাটিয়ালা পেগ', '5 তারা ঠেকে' ও 'কেস'-এর মতো গান গাওয়া থেকে যেন বিরত থাকেন দিলজিৎ ৷ এমনকী, বিতর্কিত শব্দ পরিবর্তন করেও যেন সেই গান না গাওয়া হয় নোটিশে বলা হয় ৷

এর আগে দোসাঞ্জকে একাধিকবার গানে অ্যালকোহল, ড্রাগস বা মাদকজাতীয় শব্দ ব্যবহারে নিষেধ করা হয়েছিল ৷ বিতর্কিত গান যাতে বিভিন্ন লাইভ শোয়ে অনুষ্ঠিত না হয়, সেই বিষয়ে আগাম সতর্কতা দিয়ে পরামর্শও দেওয়া হয়েছিল ৷ কিন্তু অভিযোগ, দিলজিৎ বিভিন্ন কনসার্টে বিতর্কিত গানের শব্দ পরিবর্তন করে পারফর্ম করে চলেছেন ৷ এরপরেই চণ্ডীগড়ের অ্যাসিসট্যান্ট প্রফেসর পুণ্ডিতরাও ধরেনবর গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷

তিনি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই ধরনের গান যুবসমাজের উপর কী প্রভাব ফেলবে ! বিশেষ করে কমবয়সী কিশোরদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন পুণ্ডিতরাও ৷ এরপর ধরেনবর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক রায়ের উদ্ধৃতি তুলে ধরেন ৷ তিনি জানান, হাইকোর্টের রায় অনুযায়ী, 2019 সালে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল লাইভ কনসার্ট-সহ পাবলিক ইভেন্টগুলিতে অ্যালকোহল, মাদক বা সহিংসতার প্রচারকারী কোনও গান বাজানো বা গাওয়া যাবে না। পাশাপাশি ধরেনবর দিলজিৎ-এর সমালোচনা করে জানান, পাগড়ি, পাঞ্জাবি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য ৷ তা পরেই এই ধরনের নেতিবাচক পরিবেশ তৈরি করছেন গায়ক, যা উচিত নয় ৷

2024 সালে দিল-লুমিনাতি ট্যুর শুরু করেন দিলজিৎ ৷ লুধিয়ানার অনুষ্ঠান দিয়েই এই ট্যুর শেষ হয়েছে ৷ তিনমাস ধরে দেশের বিভিন্ন জায়গায় তিনি গানের জাদু ছড়িয়েছেন ৷ তবে হায়দরাবাদে অনুষ্ঠান করতে আসার আগে তিনি প্রথমবার গান নিয়ে আইনি নোটিশ পান ৷ তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে মাদকজাতীয় দ্রব্য প্রচার করে এমন গান গাওয়া থেকে বিরত থাকতে বলা হয় শিল্পীকে ৷ পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন দিলজিৎও ৷ আমেদাবাদে অনুষ্ঠান করার সময় তিনি সরকারের উদ্দেশ্য চ্যালেঞ্জ ছোড়েন ৷ তিনি বলেন, "যদি দেশের প্রতিটা রাজ্য নিজেদের ড্রাই স্টেট ঘোষণা করে দেয়, তাহলে আমি কথা দিচ্ছি অ্যালকোহল নিয়ে গান গাওয়া ছেড়ে দেব ৷" তারপর থেকেই বিতর্কের জল গড়িয়েই চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details