পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ওয়ার্নিং দিচ্ছি, শুধরে যা, নইলে... !' শিবপ্রসাদকে খোলা হুমকি দেব ভক্তদের - DEV FANS THREATENED SHIBOPROSAD

সোশাল মিডিয়ায় হুমকি পোস্ট শেয়ার করেছেন লেখিকা তথা শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন ৷ পাল্টা লিখেছেন, 'হাম ঝুকেগা নেহি' ৷

Dev fans threatened Shiboprosad
শিবপ্রসাদকে খোলা হুমকি দেব অনুরাগীদের (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 4:11 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: পরিচালক শিবপ্রসাদকে হুমকি দেব অনুরাগীদের ৷ অকথ্য ভাষায় সোশাল মিডিয়ায় একের পর হুঁশিয়ারি ৷ কথা না শুনলে যে ফলাফল ভালো হবে না, তারও ইঙ্গিত দেওয়া হয়েছে বার্তায় ৷ মঙ্গলবার সকালেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ট্যাগ করে বেশ কিছু হুমকি মেসেজ শেয়ার করেছেন তাঁর স্ত্রী জিনিয়া সেন ৷

খোলাখুলি হুমকি দিয়ে বলা হয়েছে, দেবের যেদিন ছবি মুক্তি হবে সেদিন যেন শিবপ্রসাদ ছবিমুক্তি না ঘটান ৷ নির্দেশ না মানলে উইন্ডোজ প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধারকে দেখে নেবেন বলেও হুমকি এসেছে ৷ সেই পোস্টই সোশাল মিডিয়ায় শেয়ার করেন কাহিনি-চিত্রনাট্যকার তথা প্রযোজক-পরিচালক শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া ৷

তিনি সেই পোস্ট শেয়ার করে লেখেন, "সোশাল মিডিয়ার দৌলতে ফ্যানক্লাবের হুমকি আর উপদ্রব জীবনের অংশ হয়ে গিয়েছে ৷ ট্রলিং, ছবি মুক্তির দিন অবিরাম কটাক্ষ, প্লাট ভোটিং আমাদের ছবি মুক্তির পথ থামাতে পারবে না ৷" এখানেই শেষ নয়, এরপর জিনিয়া অভিযোগ করে লেখেন, "টাকা দিয়ে কেনা আইটি সেন বা রাজনৈতিক শক্তির জোর যতই থাকুক, যেমন পুষ্পা বলে থাকে, হাম ঝুকেগা নেহি ৷"

জিনিয়ার এই পোস্ট সামনে আসার পর অনেক তারকা তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷ এর আগে দেবের ছবি প্রসঙ্গে বলতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন মানসী সিনহা ৷ তিনি বলেন, "স্বপ্নময় মুক্তির পর একজন আমার সম্পর্কে লিখেছিলেন 'ইনি অভিনয়ের কী জানেন ? রাস্তাঘাটে চুমু খেয়ে বেড়ায় ৷ একে ব্লু ফিল্ম করতে বল ৷' আমি প্রতিবাদ করিনি ৷ আমি তো বড়, ক্ষমা করে দিয়েছি ৷ কিন্তু এমনটা কি পাওনা আমাদের ?"

অন্যদিকে অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, "যত রাজ্যে অসভ্যতামো ৷" এখনও এই নিয়ে যদিও দেবের কোনও পোস্ট বা মন্তব্য সামনে আসেনি ৷ এখন দেখার, দেব তাঁর ভক্তদের উদ্দেশ্যে কঠিন কোনও বার্তা দেন কি না ৷

ABOUT THE AUTHOR

...view details