পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বেকহ্যাম-কেট ব্ল্যানচেটদের সঙ্গে বাফটার আসরে উপস্থাপক দীপিকা - দীপিকা পাড়ুকোন

BAFTA Awards 2024: দীপিকা পাড়ুকোনকে বাফটা অ্যাওয়ার্ডের আসরে উপস্থাপক হিসেবে ঘোষণা করা হয়েছে । কেট ব্ল্যানচেট, ডুয়া লিপা, ডেভিড বেকহ্যাম এবং অন্যান্য সম্মানিত উপস্থাপকদের সঙ্গে 19 ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ হলে প্রেস্টিজিয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 1:09 PM IST

Updated : Feb 13, 2024, 2:14 PM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি: প্রেস্টিজিয়াস বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) পুরস্কার প্রদানের অনুষ্ঠানে বলিউডি গ্ল্যামারের ছোঁয়া দিতে চলেছেন অভিনেত্রী-প্রযোজক দীপিকা পাড়ুকোন ৷ ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম, প্রখ্যাত অভিনেতা কেট ব্ল্যানচেট এবং জনপ্রিয় গায়িকা ডুয়া লিপা-এর মতো সম্মানিত উপস্থাপকদের সঙ্গে থাকছেন তিনিও ৷ 19 ফেব্রুয়ারি বাফটার আসরে সিনেমা জগতে শ্রেষ্ঠত্বের মঞ্চ আলোকিত করবেন এই প্রেজেন্টাররা ৷

তবে দীপিকা পাডুকোন এবং তাঁর সহকর্মী উপস্থাপকদের জন্য নির্ধারিত নির্দিষ্ট বিভাগগুলি নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন আয়োজকরা ৷ ফলে তাঁদের নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে ৷ উপস্থাপকদের তালিকায় হিউ গ্রান্ট, লিলি কলিন্স এবং ইদ্রিস এলবাও থাকছেন ৷

বিশ্ব মঞ্চে দীপিকা পাডুকোনের উপস্থিতি এর আগেও দেখা গিয়েছে ৷ 2023 সালের অস্কারে উপস্থাপক হিসাবে তাঁর উপস্থিতি সবার নজর কেড়েছিল ৷ সেই মঞ্চ থেকেই তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতীয় সিনেমাকে আরও উপরে তুলে ধরেন ৷

বাফটা অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই মরশুমে কারা পুরস্কার ঘরে তুলবে, তা নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে ৷ 13টি মনোনয়ন পেয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা রয়েছে ঐতিহাসিক ড্রামা ওপেনহাইমার নিয়ে ৷ এর পরেই রয়েছে গথিক কমেডি পুওর থিংস এবং মার্টিন স্কোরসেসের গ্রিপিং টেল কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন ৷ তারা নয়টি করে মনোনয়ন পেয়েছে । লন্ডনের রয়্যাল ফেস্টিভ হলে বসছে বাফটার আসর ৷

তারকা-খচিত মঞ্চে দীপিকা পাডুকোনের আউটফিট কী হতে চলেছে তা নিয়েও জল্পনা চলছে তাঁর অনুরাগীদের মধ্যে ৷ কারণ বলিউডের মস্তানির ফ্যাশন বরাবরই দর্শকদের মোহিত করে ।

কর্মক্ষেত্রে নজর রাখলে দেখা যায়, হৃত্বিক রোশনের সঙ্গে দীপিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ফিল্ম ফাইটার বক্স অফিসে ভালোই সফল ৷ এ বার প্রভাসের সঙ্গে কল্কি 2898 এডি-তে তাঁর ভূমিকা কী হতে চলেছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে ৷ অভিনেত্রীকে অ্যাকশন-প্যাকড সিংঘম এগেইন-এও দেখা যাবে । রোহিত শেট্টির কপ ইউনিভার্স থেকে সর্বশেষ অফারে, দীপিকা 'সবচেয়ে নৃশংস এবং হিংস্র অফিসার' শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন ।

আরও পড়ুন:

  1. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে
  2. রামোজিতে হারিয়ে গিয়েছিল ছেলে, হায়দরাবাদই সেকেন্ড হোম বাংলার সুপারস্টারের
  3. এক টিকিটেই ছবি দেখবেন যুগলে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনব ঘোষণা শাহিদের ছবির নির্মাতাদের
Last Updated : Feb 13, 2024, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details