পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

জিনস-বিকিনিতে বোল্ড ফটোশুটে অন্তঃসত্ত্বা দীপিকা, কী করছেন রণবীর? - Deepika Padukone and Ranveer Singh - DEEPIKA PADUKONE AND RANVEER SINGH

Deepika-Ranveer Photoshoot: চলতি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ হবু বাবা রণবীর সিং মন দিয়েছেন হবু মায়ের যত্নে ৷ তারমাঝেই ভাইরাল রণবীর-দীপিকার প্রেগন্যান্সি ফটোশুট ৷ সাদা-কালো ক্যানভাসে বোল্ড-স্টানিং বলিউডের পাওয়ার কাপল ৷

Deepika-Ranveer Photoshoot
দীপিকা-রণবীরের প্রেগন্যান্সি ফটোশুট (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 7:46 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: প্রেগন্যান্সি ফটোশুট অনেক তারকাই করেন ৷ তবে সোশাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ফটোশুট এককথায় অনবদ্য ৷ সোমবার অনুরাগীদের উদ্দেশ্যে স্টানিং কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপবীর ৷ নতুন অধ্যায়ের সূচণা করতে তাঁরা প্রস্তুত ৷ ধরা পড়ল দীপিকার বোল্ড-বিউটিফুল-স্টানিং ফটোশুট ৷ সন্তানের মাকে আগলে রাখলেন রণবীর ৷

মজার বিষয় একাধিক ছবি পোস্ট করে দীপিকা কোনও ক্যাপশন ব্যবহার করেননি ৷ তার বদলে তিনি সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝিয়েছেন মনের কথা ৷ ইভিল আই ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন সুন্দর এই মুহূর্ত সব খারাপ নজর থেকে দূরে থাকুক ৷ হার্ট ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন, নিজের হতে চলা নতুন পরিবারের প্রতি ভালোবাসা ৷ তারসঙ্গে ব্যবহার করেছেন ফরএভার ইমোজি ৷ হবু বাবা-মায়ের প্রতিটি ছবি জানান দিচ্ছে তাঁদের গভীর ভালোবাসা, বন্ধুত্ব, আনন্দের কথা ৷

এই ছবি সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হতে সময় নেয়নি ৷ অনুরাগী ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় ভাসতে থাকে কমেন্ট সেকশন ৷ এক অনুরাগী লিখেছেন, "তোমাদের মিষ্টি একটা পুত্র সন্তান হবে ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "ভালোবাসা আর আশীর্বাদ ৷" অদিতি রাও হায়দারি, সোফি চৌধুরি, মুক্তি মোহন, জ্যাকলিন ফার্নান্ডেজ, বিপাশা বসু, গওহর খান-সহ একাধিক তারকা ভালোবাসা জানিয়েছেন মম টু বি দীপিকাকে ৷

জানা গিয়েছে, 28 সেপ্টেম্বর সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা ৷ ওইদিন আবার রণবীর কাপুরেরও জন্মদিন ৷ ফলে সেই বিষয় নিয়েও কৌতুহল প্রকাশ করেছেন অনেক অনুরাগী ৷ জানা গিয়েছে, এরপর দীপিকার মাতৃত্বকালীন ছুটি হতে পারে আগামী বছরের মার্চ পর্যন্ত ৷ ততদিন তিনি ছোট্ট খুদেকে নিয়েই ব্যস্ত থাকতে চান ৷ অন্যদিকে, রণবীরও নাকি কাজ থেকে বেশ কয়েকদিনের ছুটি নেবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, রণবীর-দীপিকা ছয়বছরের প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন 2018 সালে ৷ ইতালির লেক কোমেতে ধূমধামের সঙ্গে কাছের বন্ধু-আত্মীয়দের সঙ্গে নিয়ে নতুন জীবন শুরু করেন দীপভীর ৷ তাঁদের প্রেম শুরু হয় সঞ্জয় লীলা বনশালির ছবি 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা' ছবির সেটে 2013 সালে ৷ সেই সম্পর্ক আরও গভীর হয় 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবি করার সময় ৷ বলিউডের পাওয়ার কাপল দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির কপ ইউনিভার্স ছবি 'সিংঘম এগেইন'-এ ৷

ABOUT THE AUTHOR

...view details