পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত দেবপ্রতীম দাশগুপ্ত - TELANGANA BENGALI FILM FESTIVAL

'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত হলেন দেবপ্রতীম দাশগুপ্ত ৷ ইটিভি ভারতের কাছে কী প্রতিক্রিয়া জানালেন ?

ETV BHARAT
'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত দেবপ্রতীম দাশগুপ্ত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 10, 2025, 5:29 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি:নিজামের শহরে 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত হলেন 'এটা আমাদের গল্প' ছবির চিত্রনাট্যকার দেবপ্রতীম দাশগুপ্ত । মানসী সিনহা পরিচালিত ওই ছবির চিত্রনাট্যের জন্য জুরি অ্যাওয়ার্ড পেলেন তিনি । দেবপ্রতীম এই পুরস্কার পেয়ে ইটিভি ভারতকে বলেন, "মানসী ভাবতে জানে । তাই ওঁর ছবি উত্তরোত্তর উন্নতি করবে ।..."

দেবপ্রতীম এদিন বলেন, "যে কোনও সম্মানই দায়িত্ব বাড়ায় । তবে, তার থেকেও বেশি বাড়িয়ে দেয় চাপ । আগামী দিনেও এই জায়গা বহাল রাখতে পারব কি না তার একটা চাপ থেকেই যায় । 'এটা আমাদের গল্প' মানসীর প্রথম ছবি । মানসী ভাবতে জানে । ছকে বাঁধা কাজে বিশ্বাসী নয় সে । একটা কাজ নিয়ে ভাবে । তারপর এগোয় । আর নিজে কী চায় সেই ব্যাপারে নিজের কাছে নিজে খুব পরিষ্কার মানসী । আর ভাবতে পারে বলেই 'এটা আমাদের গল্প'র থেকে '5 নম্বর স্বপ্নময় লেন'-এর মেকিং আরও ভালো । দিন দিন ওর ছবি আরও উন্নত হবে, এটা হলফ করে বলতে পারি ।"

দেবপ্রতীম দাশগুপ্ত (নিজস্ব চিত্র)

দেবপ্রতীমের কথায়, "আজকাল লিখতে বসলে অনেক কিছু মাথায় নিয়ে লিখতে হয় । ক'দিনের মধ্যে শুটিং শেষ করতে হবে-সহ আরও নানা দিক । '5 নম্বর স্বপ্নময় লেন'-এর চিত্রনাট্যও আমার লেখার কথা ছিল । কিন্তু আমি চোখ নিয়ে চিকিৎসাধীন থাকায় কাজটা করতে পারিনি । আমি কাগজে কলমে লিখি । অক্ষরগুলো ঠিক করে না দেখতে পারলে লিখব কীভাবে ?"

সম্মানিত 'এটা আমাদের গল্প' ছবির চিত্রনাট্যকার দেবপ্রতীম দাশগুপ্ত (নিজস্ব চিত্র)

পরিচালক হিসেবে মানসী সিনহার প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। আর প্রথম ছবিতেই দর্শকের মন ছুঁয়ে গিয়েছিলেন তিনি । ছবিটি ব্যবসাও দিয়েছিল বেশ ভালো । 2024-এর 26 এপ্রিল মুক্তি পায় 'এটা আমাদের গল্প'। আর প্রথম সপ্তাহেই প্রায় 68 লক্ষ টাকার ব্যবসা করেছিল এই ছবি । শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, আর্য দাশগুপ্ত, তারিন জাহান, পূজা কর্মকার-সহ আরও অনেকে অভিনয় করেন ছবিটিতে । এই একই বছরে মুক্তি পেল মানসী সিনহার আরেকটি ছবি '5 নম্বর স্বপ্নময় লেন'। দর্শকের হৃদয় জিতে নিয়েছে সেই ছবিও । ফের নতুন ছবি 'আয়না মানুষ'-এর কাজেও হাত দিতে চলেছেন মানসী । মুখ্য ভূমিকায় সোহিনী সরকার ।

ABOUT THE AUTHOR

...view details