কলকাতা, 24 জানুয়ারি: আগামী সপ্তাহে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'চিরসখা'। 27 জানুয়ারি থেকে নতুন এক সম্পর্কের সঙ্গে ওঠাবসা শুরু হবে দর্শকদের ৷ 'চিরসখা'র গল্প বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়।
ধারাবাহিকের কেন্দ্রে কমলিনী এবং স্বতন্ত্র। কমলিনী স্বামী হারা ৷ স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির পরিবার এবং সন্তানদের নিয়েই ব্যস্ত কমলিনী। জীবনের ওঠাপড়ায় কমলিনী এত বছর ধরে পাশে পেয়েছে তার স্বামীর প্রিয় বন্ধু স্বতন্ত্রকে। এক না বলা ভালোবাসার গল্প বলবে এই ধারাবাহিক। স্বতন্ত্রর চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় এবং কমলিনীর চরিত্রে অপরাজিতা ঘোষ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাভলি মৈত্র, বিভান ঘোষ, দেবদূত ঘোষ, সায়ক চক্রবর্তী-সহ আরও অনেকে।
আসছে 'চিরসখা' (ইটিভি ভারত) অপরাজিতা বলেন, "অনেকদিন পর আবার মধ্যবয়সিদের কথা বলা হচ্ছে। যা আজকাল প্রায় বলাই হয় না ৷" তা হলে কি স্বতন্ত্রর চরিত্রটা 'শ্রীময়ী' ধারাবাহিকের রোহিত সেনের মতো? সেখানেও মধ্যবয়সের প্রেম দেখানো হয়। সেখানেও রোহিত সেন সুখে দুখে আগলে রাখত শ্রীময়ীকে। উত্তরে সুদীপ মুখোপাধ্যায় বলেন, "একেবারেই না। রোহিত সেন হঠাৎ করেই শ্রীময়ীর জীবনে সুপারম্যানের মতো আসে। শ্রীময়ীর মুশকিল আসান হয়ে ওঠে। এখানে স্বতন্ত্র শুরু থেকেই ছিল কমলিনীর সঙ্গে। সে ছাপোষা, বিজ্ঞানী মানুষ। খুব সাধারণভাবেই সে পাশে থাকে কমলিনীর। একে অপরকে ভরসা করে তারা। স্বতন্ত্রর কাছে কোনও বিশেষ ক্ষমতা নেই।"
এই ধারাবাহিকের অন্যতম এক বৈশিষ্ট্য যে প্রত্যেকটা চরিত্রের রয়েছে একটি করে ডাক না। স্বতন্ত্রকে সবাই ডাকে নতুন বলে ৷ আর কমলিনীর ডাক নাম বুড়ি ৷ কমলিনীর শাশুড়ি লক্ষ্মীমণি দেবী বেশ কড়া। সেও স্বামী হারা হওয়ার কারণে যে সব প্রচলিত নিয়ম মেনে চলে তা চাপিয়ে দিতে চায় কমলিনীর উপরে। কিন্তু কমলিনীকে সেও ভালোবাসে। এই চরিত্রে অনসূয়া মজুমদার। পরিবারে আছে আরও অনেকে। সকলকে নিয়েই 'চিরসখা'।
কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "এরা দুজনই জানে দুজনের কী সম্পর্ক। মধ্যবয়সে এসে তারা বুঝতে পারে যে তাদের একাকীত্বটা আর নেই।" 27 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 9টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আর এই স্লটের 'শুভ বিবাহ' সম্প্রচারিত হবে রাত 10টায় ।