কলকাতা, 2 জানুয়ারি: মুক্তির আগেই হইচই ফেলে দিয়েছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি বিনোদিনী ৷ নটী বিনোদিনীর জীবন, কাজের মূল্যায়ণ নিয়ে আজও কথা হয় ৷ তবে তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছিলেন শ্রী শ্রী পরমংস রামকৃষ্ণ ৷ ঠাকুরের মাহাত্ম্য অনুধাবনের পর তাঁর চরণে নিজেকে সমর্পণ করেছিলেন বিনোদিনী দাসী ৷ রুক্মিণী মৈত্র নাম ভূমিকায় ৷ আর রামকৃষ্ণের ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা চন্দন রায় সান্যালকে।
বছরের প্রথম দিনে পোস্টারেই ধরা দিয়েছেন তিনি। পরনে সাদা ধুতি, গলায় পৈতে, পরমহংসের মুদ্রায় বসে আছেন তিনি ৷ নিজের লুক দেখে স্বভাবতই উচ্ছ্বসিত চন্দন । আর সেই লুকে তাঁকে চেনা দায়। রামকৃষ্ণ অবতারে নিজের লুক শেয়ার করে অভিনেতা লিখেছেন, "শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কল্পতরু উৎসবের শুভক্ষণে ম্যাগনাম অপাস ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ রামকৃষ্ণের বহু প্রতীক্ষিত লুক প্রকাশ্যে আনতে পেরে আমরা ভাগ্যবান। থিয়েটার কিংবদন্তী বিনোদিনী দাসীর জীবনকাহিনি বড়পর্দায় আনার প্রাক্কালে 2025 সালের প্রথম দিনই ঈশ্বরের আশীর্বাদ চাইছি আমরা।" বিনোদিনীর জীবনে গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।