মুম্বই, 4 জানুয়ারি: বক্সঅফিস ছেড়ে এবার খেলার মাঠে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় সিনে পর্দার তারকারা ৷ শুরু হতে চলেছে সেলেব্রিটি ক্রিকেট লিগ ৷ দশম বর্ষে পা দেওয়া এই লিগের প্রোমো ফুটে উঠল দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় ৷ বাংলার অধিনায়ক যীশু সেনগুপ্তকে বুর্জ খলিফার প্রোমোতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ প্রোমো লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলভার স্ক্রিনের একাধিক তারকা ৷
2011 সালে শুরু হওয়া সিসিএল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা লাভ করেছে দর্শক দরবারে ৷ খেলা-বিনোদনের মোড়কে সিসিএল চলতি বছর শুরু হতে চলেছে 23 ফেব্রুয়ারি থেকে ৷ তারই প্রোমো মুক্তি পেল দুবাইয়ের আইকনিক টাওয়ারে ৷ লিগে দলের মালিকানার চালিকায় রয়েছেন একাধিক তারকা ৷ যার মধ্যে 'মুম্বই হিরোস' দলের মালিক হলেন সোহেল খান ৷ এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসডর সলমন খান ৷ আর দলের ক্যাপ্টেন অভিনেতা রীতেশ দেশমুখ ৷ অন্যদিকে অভিনেতা সোনু সুদ হলেন 'পাঞ্জাব দি শের' দলের ক্যাপ্টেন ৷
অন্যদিকে 'তেলুগু ওয়ারিয়রস' দলের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশ ৷ দলের ক্যাপ্টেন অখিল আক্কিয়েনি ৷ 'চেন্নাই রাইনোস' দলের ক্যাপ্টেন আর্য ৷ 'কর্ণাটক বুলডোজার্স' দলের ক্যাপ্টেন কিচ্চা সুদীপ ৷ 'কেরালা স্টাইকার্স' দলের কো-অনার অভিনেতা মোহনলাল ৷ দলের ক্যাপ্টেন ইন্দ্রজিৎ ৷ 'ভোজপুরি দাবাংস' দলের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ৷ 'বেঙ্গল টাইগার' দলের মালিকানা রয়েছে বনি কাপুরের ৷ আর দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷
বুর্জ খলিফায় প্রোমো লঞ্চ নিয়ে কিচ্চা সুদীপ বলেন, "এর আগে বুর্জ খলিফাতে নিজের ছবির প্রোমো দেখেছি ৷ তবে নিজেকে ক্রিকেটার হিসাবে এখানে দেখা সত্যিই আনন্দদায়ক ৷ এই ম্যাচ যে আর পাঁচটা ম্যাচের মতোই বড় হতে চলেছে তা বলা যায় ৷" অভিনেতা সোনু সুদ বলেন, "পৃথিবীর সবচেয়ে উঁচু বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সিসিএল লিগের প্রোমো দেখার অভিজ্ঞতা অসাধারণ ৷"
এই ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর বিষ্ণু বর্ধন ইন্দুরি বলেন, "সিসিএল প্রথম দিন থেকে বিনোদনমূলক হওয়ায় সকলের মন কেড়েছে ৷ প্রতি বছর এই লিগ নিয়ে উচ্ছ্বসিত থাকেন সিনে তারকারাও ৷ এই খেলা সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে ৷