পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো - Celebrity Cricket League

CCL Promo on Burj Khalifa: শুরু হতে চলেছে সেলেব্রিটি ক্রিকেট লিগ ৷ সিনেপর্দার তারকারা এবার নামবে ক্রিকেটের ময়দানে ৷ তারই প্রোমো দেখানে হল বুর্জ খলিফাতে ৷

Etv Bharat
বুর্জ খলিফায় সেলেব্রিটি লিগ প্রোমো

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 3:29 PM IST

মুম্বই, 4 জানুয়ারি: বক্সঅফিস ছেড়ে এবার খেলার মাঠে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় সিনে পর্দার তারকারা ৷ শুরু হতে চলেছে সেলেব্রিটি ক্রিকেট লিগ ৷ দশম বর্ষে পা দেওয়া এই লিগের প্রোমো ফুটে উঠল দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় ৷ বাংলার অধিনায়ক যীশু সেনগুপ্তকে বুর্জ খলিফার প্রোমোতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ প্রোমো লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলভার স্ক্রিনের একাধিক তারকা ৷

2011 সালে শুরু হওয়া সিসিএল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা লাভ করেছে দর্শক দরবারে ৷ খেলা-বিনোদনের মোড়কে সিসিএল চলতি বছর শুরু হতে চলেছে 23 ফেব্রুয়ারি থেকে ৷ তারই প্রোমো মুক্তি পেল দুবাইয়ের আইকনিক টাওয়ারে ৷ লিগে দলের মালিকানার চালিকায় রয়েছেন একাধিক তারকা ৷ যার মধ্যে 'মুম্বই হিরোস' দলের মালিক হলেন সোহেল খান ৷ এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসডর সলমন খান ৷ আর দলের ক্যাপ্টেন অভিনেতা রীতেশ দেশমুখ ৷ অন্যদিকে অভিনেতা সোনু সুদ হলেন 'পাঞ্জাব দি শের' দলের ক্যাপ্টেন ৷

অন্যদিকে 'তেলুগু ওয়ারিয়রস' দলের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশ ৷ দলের ক্যাপ্টেন অখিল আক্কিয়েনি ৷ 'চেন্নাই রাইনোস' দলের ক্যাপ্টেন আর্য ৷ 'কর্ণাটক বুলডোজার্স' দলের ক্যাপ্টেন কিচ্চা সুদীপ ৷ 'কেরালা স্টাইকার্স' দলের কো-অনার অভিনেতা মোহনলাল ৷ দলের ক্যাপ্টেন ইন্দ্রজিৎ ৷ 'ভোজপুরি দাবাংস' দলের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ৷ 'বেঙ্গল টাইগার' দলের মালিকানা রয়েছে বনি কাপুরের ৷ আর দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷

বুর্জ খলিফায় প্রোমো লঞ্চ নিয়ে কিচ্চা সুদীপ বলেন, "এর আগে বুর্জ খলিফাতে নিজের ছবির প্রোমো দেখেছি ৷ তবে নিজেকে ক্রিকেটার হিসাবে এখানে দেখা সত্যিই আনন্দদায়ক ৷ এই ম্যাচ যে আর পাঁচটা ম্যাচের মতোই বড় হতে চলেছে তা বলা যায় ৷" অভিনেতা সোনু সুদ বলেন, "পৃথিবীর সবচেয়ে উঁচু বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সিসিএল লিগের প্রোমো দেখার অভিজ্ঞতা অসাধারণ ৷"

এই ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর বিষ্ণু বর্ধন ইন্দুরি বলেন, "সিসিএল প্রথম দিন থেকে বিনোদনমূলক হওয়ায় সকলের মন কেড়েছে ৷ প্রতি বছর এই লিগ নিয়ে উচ্ছ্বসিত থাকেন সিনে তারকারাও ৷ এই খেলা সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে ৷

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর শহর শারজাতে শুরু হবে এবারের সিসিএল অর্থাৎ সেলেব্রিটি ক্রিকেট লিগ ৷ টি-20-র মতো এই খেলা হবে ৷ তিন সপ্তাহ ধরে মোট 20টি ম্যাচ খেলা হবে ভারতেও ৷ ফাইনাল খেলা হবে বিশাখাপত্তনমে 17 মার্চ ৷ 23 ফেব্রুয়ারি মুখোমুখি খেলতে নামবে 'মুম্বই হিরোস' ভার্সেস 'কেরালা স্টাইকার্স' ৷ অর্থাৎ প্রথম ম্যাচ হবে সোহেল খানের দলের সঙ্গে দক্ষিণী তারকা মোহনলালের দল ৷ খেলা সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস টেন ফাইভ ও জিও সিনেমা ছাড়াও বিভিন্ন আঞ্চলিক চ্যানেলে ৷

আরও পড়ুন:

1. মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

2.আইনি বৈধতা নিয়েই সঙ্গীতজগতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করা উচিত, মত রহমানের

3.জি ফাইভের নয়া অ্যান্থলজিতে কৌশিকের পরিচালনায় যীশু, মুক্তি পেল 'লানত্রানি'র ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details