কলকাতা, 21 অক্টোবর: প্রতিবাদ সার্থক হল তথাগত মুখোপাধ্যায়ের । তাঁর হুঙ্কারেই শেষমেশ হাঁফ ছেড়ে বাঁচল এক অবলা শিশু ।
বৈদ্যবাটির নার্সারি রোডের এক দুর্গাপুজোর মণ্ডপে পুজোর বিষয়বস্তুকে জীবন্ত করতে একটি উটের গলায় শিকল পরিয়ে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল । বিষয়টি চোখে পড়তেই গর্জে ওঠেন টলিউড অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন । বিষয়টি সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনারও চেষ্টা করেন বলে ইটিভি ভারতকে জানিয়েছিলেন তথাগত । ফোনে সাড়া না পাওয়ায় তিনি বাধ্য হয়ে রচনাকে মোবাইলে বার্তা লিখে পাঠান । তাতেও সাংসদের সাড়া মেলেনি বলে দাবি করেছিলেন অভিনেতা । তথাগত এরপর যোগাযোগ করেন পুজোর উদ্যোক্তাদের সঙ্গেও । তাঁদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই নাকি তাঁরা উটটিকে মণ্ডপে রেখেছেন ।
তবে, অবশেষে উদ্ধার করা গিয়েছে উটটিকে । এমনটাই জানিয়েছেন স্বয়ং তথাগত মুখোপাধ্যায় । তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "একটা অসহায় অবলা জীবের জন্য চিৎকার করেছিলেন, করেছিলাম আমরা অনেকে । তাই আজ উটটির জন্য একটা সুস্থ জীবনের সম্ভাবনা প্রস্তুত । বৈদ্যবাটির নার্সারি রোডের পুজো মণ্ডপের সেই উটটি আজ উদ্ধার হল হাইকোর্টের নির্দেশে । জানতে পারলাম স্থানীয় কিছু লোকজন উটটিকে নিয়ে যেতে বাধা প্রদান করেছিল । শেষে হাইকোর্টের নির্দেশ থাকায় স্থানীয় পুলিশের সহায়তায় উটটি উদ্ধার হয় । বৈদ্যবাটি অঞ্চলে নার্সারি রোডের পুজোর মানুষজনের ঔদ্ধত্য এবং নিষ্ঠুর ভাবনাতে আমি শঙ্কিত ।"
তিনি আরও লেখেন, "আপনার এলাকায় অবলা পশুদের উপর কোনও রকম অত্যাচার হলে প্রতিবাদ করার, আওয়াজ তোলার দায়িত্ব কিন্তু আপনার । এভাবেই একদিন পালটাবে পরিস্থিতি । পরবর্তীতে উটটির গন্তব্য, ভবিষ্যৎ সবটাই আপডেট করব ।" অবশেষে উট চলেছে রেসকিউ সেন্টারে, হাইকোর্টের ফের নির্দেশের আগে সে থাকবে সেখানেই ।