কলকাতা, 3 মে:অনীক দত্তের 'অপরাজিত' সফল ৷ আর এই সাফল্যের পর ছবির প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন' নিয়ে এল 'চিত্রনাট্য ও অন্যান্য' শীর্ষক একটি বই । যার মধ্যে রয়েছে এই ছবির গোটা চিত্রনাট্য । সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকীতে তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই অনুষ্ঠিত হয় এই বই প্রকাশের অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সন্দীপ রায়, পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসুল হাসান ও অভিনেতা জিতু কামাল ।
পরিচালক অনীক দত্ত এ দিন বলেন, “আমি তাঁর সব সিনেমা দেখে বড় হয়েছি যা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আরও বেশি সিনেমা দেখতে শিখিয়েছে । তাই, যখন আমি একটি জীবনীমূলক গল্পের চিত্রগ্রহণের কথা ভেবেছিলাম, তখন স্বাভাবিকভাবেই উস্তাদ আমার একমাত্র পছন্দ ছিল । তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের সঙ্গে দ্বন্দ্ব শুরু করলাম, আমি কি যোগ্য ? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে, তাঁর প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির অদম্য যাত্রা, কীভাবে এটি সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এবং অবশেষে বাংলা সিনেমাকে বিশ্বের মানচিত্রে স্থান দেয়, এটিই হবে আমার চলচ্চিত্রের বিষয় ।"