পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রণবীর-দীপিকার মতো সদ্য বাবা-মা হয়েছেন যে তারকারা - CELEB WHO WELCOMED BABIES IN 2024

সোশাল মিডিয়ায় মেয়ের নাম ও ছবি শেয়ার করেন দীপিকা পাড়ুকোন ৷ দেখা যাক, সম্প্রতি বলিউড দুনিয়ায় কোন কোন তারকা সদ্য বাবা-মা হয়েছেন ৷

Etv Bharat
সদ্য বাবা-মা হয়েছেন এই তারকারা (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 3, 2024, 12:10 AM IST

হায়দরাবাদ, 3 নভেম্বর: চলতি বছর অনেক বলিউড তারকা প্রথমবার মাতৃত্ব-পিতৃত্বের স্বাদ পেয়েছেন ৷ তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, নাতাশা দালান থেকে দৃষ্টি ধামি ৷ সন্তানের ছবি সেভাবে প্রকাশ্যে না আনলেও তাদের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারকারা ৷ জেনে নেওয়া যাক, সম্প্রতি বলিউড দুনিয়ায় কোন কোন তারকা সদ্য বাবা-মা হয়েছেন ৷

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং: আলোর উৎসবকে সাক্ষী রেখে মেয়ের ছবি সামনে আনেন দীপিকা ৷ সোশাল মিডিয়ায় মেয়ের নাম পোস্ট করেন ৷ লেখেন, "দুয়া পাড়ুকোন সিং ৷ দুয়া মানে প্রার্থনা ৷ কারণ সে আমাদের প্রার্থনার উত্তর ৷"

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল: চলতি বছর ফেব্রুয়ারিতে জীবনের নতুন অধ্যায় শুরুর কথা শেয়ার করেন বরুণ ধাওয়ান ৷ নাতাশার বেবি বাম্পের ছবি শেয়ার করেন তিনি ৷ এরপর 3 জুন বরুণ-নাতাশার কোলে আসে মিষ্টি মেয়ে ৷ নাম রাখেন লারা ৷ যার অর্থ গ্রেস, প্রোটেকশন ও ভিক্টরি ৷ আবার অনেক অর্থে সৌন্দর্যকে বোঝায় ৷

রিচা চাড্ডা-আলি ফজল: এই দুই তারকাও চলতি বছর ফেব্রুয়ারিতে খুশির খবর শেয়ার করেন ৷ এরপর 16 জুলাই রিচা-আলির জীবনে প্রবেশ করে বেবি গার্ল ৷ অভিনেত্রী শাবানা আজমি জানিয়েছেন, জাভেদ আখতর রিচা-আলির মেয়ের নাম রাখতে চেয়েছিলেন জুয়ালা আলি ৷ জুয়ালা নামের অর্থ উজ্জ্বল ৷ অনেক অর্থে আগুনের নামও বটে ৷ তবে সদ্য বাবা-মা হওয়া রিচা-আলি নিজেদের মেয়ের নাম রেখে ফেলেন ৷ যদিও তা এখনও সামাজিক মাধ্যমে শেয়ার করেননি ৷

মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্রা: ফ্যাশন আইকন মাসাবা ও অভিনেতা সত্যদীপের কোলে আসে ফুটফুটে কন্যা সন্তান ৷ 11 অক্টোবর হয় মেয়ের জন্ম ৷

ইয়ামি গৌতম-আদিত্য ধর: নিজেদের ব্যক্তিগত জীবন সেভাবে সোশাল মিডিয়ায় শেয়ার করেন না ইয়ামি-আদিত্য ৷ 10 মে পুত্র সন্তানের জন্ম দেন ইয়ামি ৷ নাম রাখেন ভেদাভিদ ৷ অক্ষয় তৃতীয়ার দিন জন্ম হয় ইয়ামির ছেলের ৷ নামের অর্থ বেদ পুরাণ থেকে উঠে আসে ৷ জ্ঞান ও ভগবান বিষ্ণুর সঙ্গে জড়িয়ে এই নাম ৷

ABOUT THE AUTHOR

...view details