পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আসছে সুকুমার সেনের বায়োপিক, দেশে নির্বাচনী বিধি তৈরির 'গল্প' জানবেন সিনেপ্রেমীরা - Sukumar Sen Biopic

Sukumar Sen Biographical Film: দেশের প্রথম নির্বাচন হয়েছিল তাঁর হাত ধরে ৷ রাজনৈতিক দলের জন্য আলাদা প্রতীক ও রংয়ের ব্যবহার ছিল তাঁর মস্তিষ্কপ্রসূত ৷ দেশের সেই প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের জীবনী এবার সিনেপর্দায় ৷

Sukumar Sen
দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের জীবনী এবার সিনেমায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 8:55 PM IST

নয়াদিল্লি, 3 জুন: দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের জীবন এবার বড় পর্দায় ৷ প্রোডাকশন ব্যানার রয় কাপুর ফিল্মস ও ট্রিকিটেইনমেন্ট মিডিয়ার সহযোগিতায় এই ছবি আসতে চলেছে ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন এমনটাই জানিয়েছেন ছবি নির্মাতারা ৷

একজন গণিতজ্ঞ থেকে সমাজসেবক হিসেবে সুকুমার সেন ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ বিশেষ করে 1952 সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সাধারণ নির্বাচনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য ৷ রাজনৈতিক দলের জন্য প্রতীক ও রংয়ের ভাবনা ছিল তাঁরই ৷ ছদ্মবেশী ভোটারদের ধরতে নখের উপর কালি লাগানোর প্রবর্তকও ছিলেন তিনি ৷ যা আজও চলে আসছে ৷

সুকুমার সেনের জীবনকে চলচ্চিত্রে তুলে ধরার সুযোগ পেয়ে প্রযোজক তথা কাপুর ফিল্মসের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ রায় কাপুর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ সুকুমার সেনকে জাতীয় নায়ক হিসেবেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তাঁর অবদান উদযাপনের মতোই ৷ রোমাঞ্চকর গল্পের মধ্যে দিয়ে সুকুমার সেনকে ভারত তথা সারা বিশ্বের দর্শকদের সামনে নিয়ে আসার অপেক্ষায় রয়েছি ৷"

ট্রিকিটেইনমেন্ট মিডিয়ার রোমাঞ্চক অরোরা বলেন, "ভোটাধিকার প্রয়োগকারীদের অবশ্যই সুকুমার সেনকে জানা উচিত ৷ এটি সারা দেশের সমস্ত প্রজন্মের জন্য অবশ্যই দেখতে হবে ৷"

সুকুমার সেনের জীবনী নিয়ে সিনেমার কথা ঘোষণা হতেই তাঁর দুই নাতি সঞ্জীব ও দেবদত্ত সেন তাতে সমর্থন জানিয়েছেন ৷ সঞ্জীব সেনের কথায়, "একটি প্রাণবন্ত নির্বাচনী প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য পিতামহের ভূমিকা অপরিসীম ৷ আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপনের কৃতিত্ব দাদুরই ৷" দেবদত্ত সেনও অভিনন্দন জানিয়েছেন প্রযোজকদের ৷ এই অনুপ্রেরণামূলক গল্পটিকে জীবন্ত করার জন্য তাঁদের প্রচেষ্টার সাফল্য কামনা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details