পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'পেটে ভাত না থাকলে শিল্প কীভাবে করব?'- শ্রীতমা দে - SRITAMA DEY

টলিউডে কাজ নেই ৷ কাজ থাকলেও টাকা নেই ৷ বাংলা সিনে জগতের অবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় সরব অভিনেত্রী ৷

Etv Bharat
শ্রীতমা দে (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 19, 2024, 5:09 PM IST

কলকাতা, 19 নভেম্বর: টলিউডে কাজ না পাওয়ার অভিযোগে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীতমা দে ৷ সোশাল মিডিয়ায় কাজ না পাওয়া, দলবাজি নিয়ে প্রশ্ন তুলেছেন 'সাহেবের কাটলেট' অভিনেত্রী ৷ সামাজিক মাধ্যমের পাতায় তিনি লেখেন, "গত কয়েক বছর ধরেই যারা আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন অনেকে বলেন মুম্বই চলে যা, এখানে কোনও ফিউচার নেই। আমার নিজের জেদ ছিল যে আগে নিজের ভাষায় কাজ করে নিজেকে সফল প্রমাণ করব তারপর ভেবে দেখব, বোম্বে গিয়ে থেকে যাওয়ার কথা কখনই ভাবিনি, তবে জানিনা এটা আর কতদিন পারব।"

এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চেনা মুখেরাই কাজ করছেন। আমরা কাজ পাচ্ছি না। সুযোগ দেওয়া হচ্ছে না। দেখা হচ্ছে না কেমন কাজ করি আমরা। আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেই বেশি কাজ করে চলেছি। আজ অবধি কোনও বড় হাউজের কাছ থেকে ডাক পাইনি। এমনও বলা হয়েছে, তোমার মুখ বিক্রি হবে না। এর দায় কি আমার? মুখ বিক্রির দায় কি আমার?"

শ্রীতমা আরও বলেন, "এমনিতেও আমি বেছে কাজ করি। তাই জানি বেশি রোজগার আসবে না। যাদের সোশাল মিডিয়ায় ফলোয়ার্স বেশি তারাই কাজ পায়। বাকিরা পায় না।" মুম্বই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "যাব ভাবলেই তো চলে যাওয়া যায় না। ওখানে গিয়েও আমাকে নিজের পেট নিজেকে চালাতে হবে। তার জন্য পুঁজি না নিয়ে যাওয়া যাবে না। এখানে কাজ করে পুঁজি না করতে পারলে গিয়ে খাব কী? পেটে ভাত না থাকলে শিল্প করব কীভাবে?"

তিনি বলেন, "অনেকেই এখানে কাজ না পেয়ে মুম্বই চলে যাচ্ছেন। শুনলে ভয় হয়। এখানে তার মানে কিছুই হওয়ার নেই? আমি চেয়েছিলাম এখানে সফল হয়ে তারপর মুম্বই নিয়ে ভাবব। কিন্তু এখানে তো কাজই নেই। সব জায়গায় চেনা মুখের ভিড়। নতুনরা কোথায়? আমি বহরমপুরের মেয়ে। এখানে অভিনয়ের প্রতি ভালোবাসার টানে লড়াই করতে চলে আসা। কীভাবে নিজেকে সামলাব জানি না।"

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "যে কাজ দশজনকে দিয়ে হয়ে যায় সেই কাজ করতে ত্রিশ জনকে নিতে হচ্ছে। তাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররাও পিছু হটছে। অত বাজেট নেই তো কারোর কাছে। এভাবে চলতে থাকলে কোথায় যাব আমরা? এই ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হলে আরও অনেও সময় লাগবে ৷"

ABOUT THE AUTHOR

...view details