কলকাতা, 17 অক্টোবর: প্রয়াত সঞ্চালক তথা অভিনেতা দেবরাজ রায়। আজীবন নিজের দরাজ কণ্ঠের জোরে সকলের মন জয় করে এসেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।বৃহস্পতিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে পরিবারের তরফে। দেবরাজ রায় দূরদর্শনে দীর্ঘদিন সংবাদপাঠ করেছেন ৷ তাঁর স্ত্রী অনুরাধা রায়ও সিনেমায় বিখ্যাত মুখ। দেবরাজ রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিংহ, তরুণ মজুমদার ও মৃণাল সেনের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমা-দূরদর্শন-নাটক-রেডিয়োয় অতি পরিচিত মুখ ছিলেন দেবরাজ রায়। বিভিন্ন ছবিতে অভিনয় করে একেবারে বাঙালির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন দেবরাজ ।
প্রসঙ্গত, 1970 সালে সত্যজিৎ রায়ের ছবি 'প্রতিদ্বন্দ্বী'র মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ তাঁর। এরপর তিনি নজর কাড়েন মৃণাল সেনের 'কলকাতা 71' ছবিতে। তারপর 'মর্জিনা আবদুল্লা' ছবিতে মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই ছবিতে তাঁর অভিনয় আজও মন কাড়ে বাঙালির ৷ সংবাদপাঠ, শ্রুতি নাটক সবেতেই ছিল তাঁর অসামান্য দক্ষতা। সাম্প্রতিককালে অভিনেতার কাজ দেখা না-গেলেও তাঁর চলে যাওয়ায় বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন তা বলার অপেক্ষা রাখে না।
সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি। দূরদর্শনের সংবাদপাঠক হিসেবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। 1976 সালে তিনি বিয়ে করেন অনুরাধা রায়কে। তিনিও জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন বিনোদন থেকে দূরে ছিলেন দেবরাজ । তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শন থেকেই ৷ সত্যজিৎ রায়ের হাত ধরেই রুপোলি পর্দায় পা-রেখেছিলেন অভিনেতা।