কলকাতা, 6 এপ্রিল: পাক্কা চুয়াল্লিশ বছর পরে বড় পর্দায় ফিরলেন মহানায়ক। ছয় মাসের বিরতি নিয়ে কোনও অভিনেতা পর্দায় ফিরলেই তা নিয়ে লেখালিখির অন্ত থাকে না। সেখানে চুয়াল্লিশ বছর। দর্শক এই টানেই ছুটেছে। তার উপরে নামটা উত্তম কুমার। সঙ্গে সৃজিতের ম্যাজিক। তবে, এই ম্যাজিক নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে অনিন্দ্য সেনগুপ্ত'র চরিত্রটি। উত্তম কুমারের সাংঘাতিক ফ্যান কৃষ্ণেন্দু (অনিন্দ্য সেনগুপ্ত)। 'সপ্তপদী'-র প্রভাবে মা-বাবা তাঁর এমন নাম রেখেছেন। তিনি পিএইচডি করছে মহানায়কের হাসির সোশিয়োলজিক্যাল ইমপ্যাক্ট নিয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে চরিত্রটিকে কীভাবে ভেবেছেন সৃজিত মুখোপাধ্যায়। এহেন অনিন্দ্যর কাছ থেকে 'অতি উত্তম' ঘিরে তাঁর আবেগের কথা জেনে নিল ইটিভি ভারত।
- ইটিভি ভারত-ছবিতে আপনি মহানায়কের ভক্ত। আদতে কতখানি ?
অনিন্দ্য- একইরকম ভক্ত আমি মহানায়কের। আমি প্রচুর সিনেমা দেখেছি উত্তম কুমারের। যে সময়ে আমার বড় হওয়া তখন বাড়িতে বাবা-মা মহানায়কের ছবি দেখা নিয়ে ব্যস্ত। সুতরাং সেই প্রভাব আমার উপরেও পড়েছে। 'ধন্যি মেয়ে' থেকে 'ভ্রান্তিবিলাস', 'দেয়া নেয়া'-- বলে শেষ করতে পারব না।
- ইটিভি ভারত-এই ছবি নিয়ে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন। (সৃজিত মুখোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছেন, "গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক)।" জানেন আপনি?
অনিন্দ্য- হ্যাঁ জানি তো। একটা ছবি সকলের ভালো লাগবে এমন তো নয়। উনি নিজের বক্তব্য পেশ করেছেন। উনি একজন সিনিয়র অভিনেতা। অনেক বেশি অভিনয় করেছেন। অনেক বেশি জানেন সিনেমা সম্বন্ধে। ওনার দৃষ্টিকোণ থেকে ছবিটা যেমন লেগেছে সেটাই বলেছেন। এই ব্যাপারে কিছু বলার নেই আমার। শুধু উনি নন, সাধারণ দর্শক টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ছবি দেখেন। সেটা তাঁর ভালো লাগল নাকি খারাপ লাগল, বলবে না? এই সমালোচনাটা দরকার। তা হলে ছবির মান আরও ভালো হবে।
- ইটিভি ভারত-অনেকেই বলছেন ছবিটা দ্বিতীয় ভাগে গিয়ে গতি হারিয়েছে।
অনিন্দ্য- হ্যাঁ, তা ঠিক। কিন্তু সব মিলিয়ে ছবিটা একবার দেখা যেতেই পারে এটাও বলছেন তাঁরা। কেননা বাঙালির ম্যাটিনি আইডল এই ছবির কেন্দ্রে। তাঁকে ঘিরেই গল্প। সব মিলিয়ে ছবিটা উপভোগ্য একথা অস্বীকার করার উপায় আছে...
- ইটিভি ভারত- এই ধরনের ছবিতে কাজ করা কি বেশ শক্ত?
অনিন্দ্য-পুরো চাপটা সৃজিত দা নিয়েছেন। আমরা ওনার নির্দেশে কাজ করে গিয়েছি। চেষ্টা করেছি। তিন বছর লেগেছে সৃজিত দা'র স্ক্রিপ্টটা লিখতে। 'রোটোস্কোপি' নামক প্রযুক্তির ব্যবহারে ছবিটা নির্মিত। মানুষ উপভোগ করছেন। এটাই প্রাপ্তি।
- ইটিভি ভারত-একটা প্রশ্ন সবসময়ই ওঠে, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়?