পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সইফ আলি খান প্রথম নন, হামলার শিকার বিনোদন জগতে এই তারকারাও - CELEBS SURVIVED SCARY ATTACKS

বিনোদন ইন্ডাস্ট্রিতে সইফ আলি খান প্রথম নন ৷ আগেও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর উপর হামলা চালিয়েছেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ৷ তারকাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

celebs survived scary attacks
হামলার শিকার বিনোদন জগতে এই তারকারাও (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 11:36 AM IST

হায়দরাবাদ, 16 জানুয়ারি: বাড়িতে ডাকাতির ছক ৷ ধরা পড়তেই সফই আলি খানের উপর ছুরি দিয়ে হামলা ৷ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ৷ তবে বলিউডে হামলার শিকার সইফ একা নন ৷ গওহর খান থেকে প্রিয়াঙ্ক শর্মা, বলিউডের পরিচিত তারকাদের উপর হয়েছে হামলা ৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বুধবার ভোর রাতে সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ডাকাতির পরিকল্পনা নিয়ে প্রবেশ করেছিল ৷ ধরা পরে যাওয়ায় অভিনেতার উপর ছুরি দিয়ে হামলা ৷ ছয়বার এলোপাথাড়ি ছুরির কোপ বসে অভিনেতার শরীরে ৷ দ্রুত তাঁকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে ৷ বিনোদন ইন্ডাস্ট্রিতে সইফ আলি খানের এই ঘটনায় ভয় পেয়েছেন অন্য তারকারাও ৷ পূজা ভাট সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ এর আগেও বেশ কিছু তারকারাও হামলার শিকার হয়েছেন ৷

গওহর খান- রিয়েলিটি শো ও অভিনেত্রী গওহার খানের উপর লাইভ ইভেন্ট চলাকালীন হামলা হয় ৷ মঞ্চে অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনে থাকা এক ব্যক্তি আচমকাই গওহর খানকে এসে গালে থাপ্পড় মারেন ৷ সেই ব্যক্তি অভিযোগ করেছিলেন ইসলামিক ধর্ম অবমাননা ও অস্বস্তিকর পোশাক পরার কারণে তিনি এই কাজ করেছেন ৷ অনুষ্ঠানে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি অভিনেত্রীর উপর হামলা চালান ৷

আকাশ চৌধুরী- 'ভাগ্যলক্ষ্মী' ও' স্পিটসভিলা'তে নজর কাড়েন অভিনেতা আকাশ চৌধুরী ৷ তারকাদের সঙ্গে অনুরাগীদের সেলফি তুলতে চাওয়া নতুন বিষয় নয় ৷ এয়ারপোর্ট হোক বা কোনও অনুষ্ঠান তারকাদের দেখলে অনুরাগীরা এগিয়ে যান সেলফি তুলতে ৷ তবে সেই সেলফি তুলতে গিয়ে বিপত্তি বাধে আকাশের সঙ্গে ৷ এক অনুরাগী বেশ কয়েকবার আকাশের সঙ্গে সেলফি তোলেন ৷ কিন্তু ছবি গুলি তাঁর পছন্দ না হওয়ায় অনুরাগী আকাশের সঙ্গে আবার সেলফি তুলতে যান ৷ একজন ব্যক্তি এই ভাবে সেলফি তুলতে চাওয়ায় অসন্তুষ্ট হন আকাশ ৷ এরপর তিনি সেলফি তুলতে বারণ করেন অনুরাগীকে ৷ তাতেই চটে যান সেই অনুরাগী ৷ সঙ্গে সঙ্গে এক প্লাস্টিকের বোতল আকাশের দিকে ছুড়ে মারেন ৷

প্রিয়াঙ্ক শর্মা- 'রোডিজ', 'স্পিটসভিলা' ও 'বিগবস'-এর মতো রিয়েলিটি শোয়ের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্ক ৷ তিনিও হামলার শিকার হয়েছেন ৷ গাজিয়াবাদে মাকে নিয়ে চিকিৎসা করাতে এক হাসপাতালে যান প্রিয়াঙ্ক ৷ সেখানেই অচেনা এক ব্যক্তি তাঁর উপর হামলা চালায় ৷ প্রিয়াঙ্ক এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "আমি মাকে নিয়ে হাসপাতালে ছিলাম ৷ চিকিৎসক দেখানোর পর হাসপাতাল থেকে বেরোনোর সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আমার উপর হামলা করে ৷ আমাকে মারতে থাকে ৷ আমি কোনও রকমে তাঁর হাত থেকে নিজেকে ছাড়াই ৷ সেই ব্যক্তিকে সামনের দিকে ঠেলে দিই ৷"

প্রিয়াঙ্ক আরও বলেন, "হাসপাতালে থাকা দুজন কর্মচারী এই ঘটনা থেকে আমাকে উদ্ধার করতে আসেন ৷ তাঁদের ধন্যবাদ ৷ তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান ৷" পাশাপাশি, সলমন খানের বাড়িতে হামলা বা শাহরুখ খানকে প্রাননাশের হুমকির মতো ঘটনা প্রতিদিন তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ৷ সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁকে হামলার ঘটনা সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিল বলিউড ইন্ডাস্ট্রিতে ৷

ABOUT THE AUTHOR

...view details