কলকাতা, 7 ফেব্রুয়ারি:চলতি বছরের 4 নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ ৷ আর গতকালই ছিল তাঁর প্রয়াণ দিবস ৷ এই দুইয়ের মিলিত শ্রদ্ধাবাসরে হাজির থেকে প্রখ্যাত পরিচালকের সঙ্গে তাঁর কাজের নানা অভিজ্ঞতার কথা ইটিভি ভারতকে জানালেন বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান ৷ উল্লেখ্য, ঋত্বিক ঘটকের অবিস্মরণীয় ছবি 'তিতাস একটি নদীর নাম'-এর প্রযোজক তিনি ৷
কলকাতার অনুষ্ঠানের ফাঁকে হাবিবুর রহমান ইটিভি ভারতকে বলেন, "আমার এক বন্ধুর মাধ্যমে ঋত্বিক ঘটকের সঙ্গে আলাপ । যখন ছবি করব ভাবি তখনই সেই বন্ধুর মারফত দেখা হয় । আমি ঋত্বিক ঘটকের অন্ধ ভক্ত ছিলাম । অসাধারণ একজন মানুষ ছিলেন ঋত্বিক ঘটক । 1962 সালে ছবি বানানোর পর 1972-এ গিয়েছিলেন ছবি বানাতে । অসুস্থ ছিলেন । যার ফলে ওঁকে ধরে ধরে ছবি করানো আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল । আর আমি সেটা পেরেছি । তখন আমার বয়স মাত্র 26 । এমনও পরিস্থিতি এসেছে যে, মারামারি হয়ে কাজ বন্ধ হয়ে যায় । কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে, আমি মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশ স্বাধীন করেছি, আর ওঁর মতো একজন সিম্পল মানুষকে সামলাতে পারব না ? এই কারণে আমি ছবিটা করেছি ।"
বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান (নিজস্ব ভিডিয়ো) তিনি আরও বলেন, "আমিই মনে হয় একমাত্র একজন প্রযোজক যে কি না পরিচালকের সঙ্গে টানা এক বছর কাটিয়েছে । কেননা উনি কখন কোথায় যাচ্ছেন, ফিরবেন কি ফিরবেন না, কিছুই ঠিক ছিল না । সাঁইথিয়া থেকে শান্তিনিকেতন, এমনকি মুম্বই পর্যন্ত আমি ওঁর সঙ্গে চলে গিয়েছি । ওঁর খাবারও আমি নিজে সার্ভ করতাম ।..." বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা নিয়ে বিশেষ বিচলিত নন ওপারের প্রযোজক । ভাঙার পর আবার গড়ে তোলা হবে এই নিয়েই আশাবাদী তিনি ।
কলকাতায় ঋত্বিক ঘটকের শ্রদ্ধানুষ্ঠানে বাংলাদেশের প্রযোজক (নিজস্ব চিত্র) প্রসঙ্গত, ঋত্বিক ঘটকের পরিচালনায় 1971-72 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয় তথ্যচিত্র 'দুর্বার গতি পদ্মা'। যেখানে বাংলা মায়ের চরিত্রে অভিনয় করেন বলিউডের হার্টথ্রব নার্গিস । আর তাঁকে এই তথ্যচিত্রে অভিনয় করাতে রাজি করানোর দায়িত্ব পড়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের উপর । সেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথাও ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন হাবিবুর রহমান । জানালেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রযোজনায় কাজ করেছেন সেই কথাও । এভাবেই ঋত্বিক ঘটক নিয়ে কথা বলতে বলতে বিভিন্ন বিষয় নিয়ে খোশমেজাজে গল্প করলেন ওপার বাংলার প্রযোজক হাবিবুর রহমান ।
ঋত্বিক ঘটকের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান (নিজস্ব চিত্র)