পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অস্কার প্রতিযোগিতায় আসানসোলের শমীক, গর্বিত শিল্পাঞ্চল - OSCAR 2024

বিক্রম ঘোষের সুরে 'ইশক ওয়ালা ডাকু' গান অস্কার প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ৷ গানে কণ্ঠ দিয়েছেন শমীক-ডালিয়া ৷ বিশ্বমঞ্চে বাংলা গান নিয়ে আবেগতাড়িত শমীক ৷

Etv Bharat
অস্কার প্রতিযোগিতায় আসানসোলের শমীক (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 4, 2024, 3:24 PM IST

আসানসোল, 4 ডিসেম্বর: মঙ্গলবার সকাল থেকেই খুশির বন্যায় ভাসে টলিউড ৷ খবরের শিরোনামে উঠে আসেন গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার বিক্রম ঘোষ ৷ শোনা যায়, অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় 89টি গানের মধ্যে রয়েছে সঙ্গীত পরিচালক সায়নের সুরে তৈরি 'ইতি মা' গান।

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। পাশাপাশি এই তালিকায় জায়গা করে নেয় 'ব্যান্ড অফ মহারাজা' ছবিতে বিক্রম ঘোষের সুরে 'ইশক ওয়ালা ডাকু' গানটি। তাহলে কি অস্কার নমিনেশন পেয়েছে এই গান? উত্তরে হবে না ৷ তার জন্য অপেক্ষা করতে আরও কিছুটা সময় ৷ আসলে বিশ্বের একাধিক গানের মধ্যে এই 89টি গান বাছাই হয়েছে ৷ যাকে বলে এলিজিবিলিট কনটেনশন (Eligibility Contention) ৷ এরপর সেখান থেকে অস্কার নমিনেশনের জন্য সেরার সেরা বেছে নেওয়া হবে ৷ উল্লেখ্যযোগ্য বিষয়, 'ডিউন' (Dune) ও 'উইকাড' ( wicked)-এর মতো জনপ্রিয় সিনেমার গান এই তালিকায় জায়গা করতে পারেনি ৷

তবে এই খবরও কম নয় ৷ বিশ্বমঞ্চে বাংলার দুই শিল্পীর গান বাছাই পর্বে জায়গা করে নিয়েছে, তা বাঙালিদের কাছে গর্বের বিষয় ৷ অস্কার দৌড়ে নিজের গান নিয়ে আগেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ পাশাপাশি, খুশি হয়েছেন পন্ডিত বিক্রম ঘোষও ৷ সুরকারের কম্পোজিশনে পাঞ্জাবি গান 'ইশক ওয়ালা ডাকু' গেয়েছেন শমীক কুণ্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ শুধু ইমন চক্রবর্তী নয়, অস্কার প্রতিযোগিতার দৌড়ে নাম জড়িয়েছে আরও তিন বাঙালির। ঘটনাচক্রে শিল্পী শমীক কুণ্ডু আসানসোলের ছেলে। দীর্ঘদিন কলকাতায় গান বাজনা নিয়ে লড়াই করছেন। শমীকের গাওয়া গান অস্কার প্রতিযোগিতায় 89টি গানের মধ্যে জায়গা পেয়েছে শুনে উচ্ছ্বসিত আসানসোল শিল্পাঞ্চল।

আসানসোল বর্ষীয়ান ও বিশিষ্ট আইনজীবী শেখর কুণ্ডুর ছেলে শমীক কুন্ডু। আসানসোলে বেড়ে ওঠা ও গানের হাতেখড়ি। 2000 সালের শুরুর দিকেই আসানসোলে বাংলা ব্যান্ড তৈরি করেন শমীক। নাম ছিল 'দেশ'। প্রচুর নতুন বাংলা গান সেই তখন থেকেই কম্পোজ করেন তিনি। আজও 'দেশ' নিয়ে কাজ করছেন তিনি।

ইটিভি ভারতের প্রতিনিধি তারক চট্টোপাধ্যায়কে শমীক কুণ্ডু জানান, গানটি অনেক পুরোনো। প্রায় 7-9 বছর আগে পণ্ডিত বিক্রম ঘোষ তাঁকে বলিউডের একটি সিনেমার গানের স্ক্র‍্যাচ ভার্সনটা গাওয়ার জন্য ডেকে পাঠান। পরিচালক গিরিশ মালিকের ছবি 'ব্যান্ড অফ মহারাজা' ছবির জন্য গান। শমীকের গাওয়া গানটিই যে সিনেমায় রাখা হবে, তা নিয়ে বিন্দুমাত্র ভাবেননি শিল্পী নিজেও। এর আগেও বিক্রম ঘোষ ওই পরিচালকের সঙ্গে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন। সেই সময় সনু নিগমকে দিয়ে গাওয়ানো একটি গান একই ভাবে অস্কারে স্থান পেয়েছিল।

শমীক ভেবেছিলেন, বলিউড মুভি। তাই তাঁর গাওয়া গান নিশ্চিত স্থান পাবে না। তিনি স্ক্র‍্যাচ ভার্সন গাইলেও, মূল গান বলিউডের কোনও তারকা গাইবেন। কিন্তু বেশ কয়েকদিন আগে বিক্রম ঘোষ শমীককে ফোন করে জানান, সিনেমাতে শমীকের গাওয়া গানই রাখা হচ্ছে। সেটা শুনেই উচ্ছ্বসিত হয়ে পড়েন শিল্পী নিজেই। তিনি জানান, "এর আগে বিক্রমদার সঙ্গে অনেক স্ক্র‍্যাচ গেয়ে দেওয়ার কাজ করেছি। কিন্তু বলিউড মুভিতে এভাবে আমার কন্ঠ জায়গা পাবে, এটাই তো প্রথমে ভাবিনি।"

গানটি এখনও মুক্তি পায়নি । সিনেমাটিও সম্ভবত পরের বছর মুক্তির পাবে। আন-রিলিজড গান হিসেবেই অস্কার প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। আর তারপরেই বাছাই পর্বে গানটি জায়গা করে নেয় ৷ এখান থেকে 17 ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে 15টি গান ও 20টি অরিজিনাল স্কোর বাছাই করে নেওয়া হবে। শমীক বলেন, "আমি ভাবতেই পারছি না। গতকাল বিক্রমদা আমাকে খবরটি জানিয়েছেন। এটা জীবনের অন্যতম বড় পাওয়া।"

দীর্ঘদিনের শমীকের লড়াই এতদিনে স্বার্থক রূপ পেল বলেই মনে করছে তাঁর "হোম টাউন" আসানসোল। শমীকের সেই লড়াইয়ের দিনগুলোর সঙ্গী তথা বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিমির বিশ্বাস ইটিভি ভারতকে জানান, "শমীক আসানসোল থেকে লড়াই করে উঠে আসা ছেলে। সেই কিশোর বয়স থেকে আমরা গানবাজনা নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আজ ওর সেই স্বপ্ন সাকার হচ্ছে দেখে খুব আনন্দ পাচ্ছি। সঙ্গে পণ্ডিত বিক্রম ঘোষের একটা কম্পোজিশন অস্কারের দৌড়ে সামিল হয়েছে জেনে প্রচন্ড আনন্দ হচ্ছে। বাংলার গুনী মানুষদের সাফল্যের খবর পেলে আনন্দে বুক ভরে যায়।"

অস্কার নমিনেশনে কোন গান ও অরজিনাল স্কোর যাবে তার প্রথম রাউন্ড ভোটিং হবে 9 ডিসেম্বর ৷ একাডেমির সঙ্গীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে 15টি গান এবং সেরা 20টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন। আগামী 3 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

ABOUT THE AUTHOR

...view details