পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ওটিটি-তে আসছে 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড', তালিকায় আরও চমক - New OTT Releases - NEW OTT RELEASES

Hottest OTT Releases This Week: চলতি সপ্তাহে একাধিক বিগ বাজেটের সিনেমা ও সিরিজ মুক্তি পাবে ওটিটি'র পর্দায় ৷ সাসপেন্সফুল কাহিনী থেকে কমেডি- আছে সবই ৷ আপনি কোনটার জন্য অপেক্ষা করছেন? দেখে নিন ৷

Hottest OTT Releases This Week
'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' পোস্টার (ইন্সটাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 8:13 PM IST

হায়দরাবাদ, 12 মে: ওটিটি প্ল্যাটফর্ম ভাগ করে দিয়েছে দর্শকদের ৷ বিনোদনের মঞ্চে কমেডি, অ্যাকশন থেকে শুরু করে রোমান্স বা হরর, যে যেমন পছন্দ করেন, তার জন্য তেমন পছন্দের সিনেমা নিয়ে হাজির বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ৷ চলতি সপ্তাহে কোন ওটিটি-তে কী মুক্তি পাচ্ছে দেখে নেওয়া যাক, এক নজরে ৷

আদুজীভিথাম (দ্য গোট লাইফ): বেনিয়ামিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ মালায়লাম চলচ্চিত্রটি নাজিব মুহাম্মদ নামে এক অভিবাসী শ্রমিকের দাসত্ব জীবনকে তুলে ধরে ৷ যিনি কাজ করেন একটি ছাগলের খামারে ৷ 10 মে থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারেন দ্য গোট লাইফ ৷

আভেশম- আপনি যদি কমেডি পছন্দ করেন তাহলে দেখতে পারেন এই ছবি ৷ আজু, বিবি এবং শান্তন রাঙ্গা নামে এক গ্যাংস্টারের সাহায্যে প্রতিশোধ নিতে চায়। জিথু মাধবন পরিচালিত মালয়ালম এই ছবি দেখার সময় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে 9 মে এসে গিয়েছে আভেশম ৷

কুকিং অফ মার্ডার- সাফল্যের সিঁড়িতে উঠতে গিয়ে একজন স্প্যানিশ শেফ কীভাবে ভুয়ো পরিচয় ব্যবহার করেন, সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি সিরিজ ৷ যা 10 মে থেকে স্ট্রিমিং হয়েছে নেটফ্লিক্সে ৷

8 এএম মেট্রো- হায়দরাবাদ মেট্রো ৷ সেখানে দুই অচেনা মানুষের পরিচয় হওয়া ৷ রোজনামচা জীবনে কী পরিবর্তন আসে এই দুই অচেনা ব্যক্তির জানাবে '8 এএম মেট্রো' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে সইয়ামি খের ও গুলশন দেবাইশ ৷ পরিচালনা করেছেন রাজ রাচাকোন্ডা ৷ জি ফাইভে 10 মে এসে গিয়েছে এই সিনেমা ৷

ডক্টর হু- 'ডক্টর স্ট্রেঞ্জ-এর সঙ্গে পরিচয় সকলেরই হয়েছে ৷ কিন্তু 'ডক্টর হু'-কে চেনেন? তাহলে টাইম ও স্পেসের মাঝে ডক্টর হু-এর কেরামতির সাক্ষী থাকতে পারেন আপনিও ৷ ডিজনি প্লাস হটস্টারে এসে গিয়েছে ডক্টর হু ৷

বাহুবলি: ক্রাউন অফ ব্লাড- পরিচালক এসএস রাজামৌলি এবার ওটিটির পর্দায় ৷ 'বাহুবলি'র অন্য গল্প নিয়ে আসছে অ্যানিমেটেড সিরিজ ৷ যা 17 মে থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে ৷

আরও পড়ুন

1. ঋদ্ধিমা-মিমি-শুভশ্রী, কীভাবে যাপন করছেন মাতৃত্ব দিবস, সোশাল মিডিয়ায় ঢুঁ মারল ইটিভি ভারত

2. বিপাকে আল্লু অর্জুন! তেলেগু অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ

3. টাকা রোজগারের জন্যই কি সোশালে ভিডিয়ো 'বিক্রি' করলেন টোটা? বিস্ফোরক রাজা চন্দ

ABOUT THE AUTHOR

...view details