হায়দরাবাদ, 12 মে: ওটিটি প্ল্যাটফর্ম ভাগ করে দিয়েছে দর্শকদের ৷ বিনোদনের মঞ্চে কমেডি, অ্যাকশন থেকে শুরু করে রোমান্স বা হরর, যে যেমন পছন্দ করেন, তার জন্য তেমন পছন্দের সিনেমা নিয়ে হাজির বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ৷ চলতি সপ্তাহে কোন ওটিটি-তে কী মুক্তি পাচ্ছে দেখে নেওয়া যাক, এক নজরে ৷
আদুজীভিথাম (দ্য গোট লাইফ): বেনিয়ামিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ মালায়লাম চলচ্চিত্রটি নাজিব মুহাম্মদ নামে এক অভিবাসী শ্রমিকের দাসত্ব জীবনকে তুলে ধরে ৷ যিনি কাজ করেন একটি ছাগলের খামারে ৷ 10 মে থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারেন দ্য গোট লাইফ ৷
আভেশম- আপনি যদি কমেডি পছন্দ করেন তাহলে দেখতে পারেন এই ছবি ৷ আজু, বিবি এবং শান্তন রাঙ্গা নামে এক গ্যাংস্টারের সাহায্যে প্রতিশোধ নিতে চায়। জিথু মাধবন পরিচালিত মালয়ালম এই ছবি দেখার সময় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে 9 মে এসে গিয়েছে আভেশম ৷
কুকিং অফ মার্ডার- সাফল্যের সিঁড়িতে উঠতে গিয়ে একজন স্প্যানিশ শেফ কীভাবে ভুয়ো পরিচয় ব্যবহার করেন, সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি সিরিজ ৷ যা 10 মে থেকে স্ট্রিমিং হয়েছে নেটফ্লিক্সে ৷
8 এএম মেট্রো- হায়দরাবাদ মেট্রো ৷ সেখানে দুই অচেনা মানুষের পরিচয় হওয়া ৷ রোজনামচা জীবনে কী পরিবর্তন আসে এই দুই অচেনা ব্যক্তির জানাবে '8 এএম মেট্রো' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে সইয়ামি খের ও গুলশন দেবাইশ ৷ পরিচালনা করেছেন রাজ রাচাকোন্ডা ৷ জি ফাইভে 10 মে এসে গিয়েছে এই সিনেমা ৷