হায়দরাবাদ, 10 জানুয়ারি:মাঝেমধ্যেইআধ্যাত্মিক নানা অনুষ্ঠানে নজরে আসেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ৷ এবার মহারাজের দরবারে নিয়ে গেলেন নিজের সন্তানদেরও ৷ বৃন্দাবনে তারকা জুটি অনুষ্কা-বিরাটের ভক্তিভাবের ভিডিয়ো-ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
মেয়ে ভামিকা ও ছেলে আকায়কে সঙ্গে নিয়ে তাঁরা দেখা করলেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে ৷ জানা গিয়েছে, পাওয়ার কাপল মহারাজজির সঙ্গে আলাদা করে দেখা করেন ৷ মেঝেতে বসে করজোড়ে মহারাজকে স্বাগত জানান অনুষ্কা-বিরাট ৷ আধ্যাত্মিকতায় মগ্ন জুটির ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷
একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্কা মহারাজজির সঙ্গে তাঁর আধ্যাত্মিক যাত্রার কথা ভাগ করে নিচ্ছেন ৷ তিনি জানান যে মহারাজজির কথা শোনেন ৷ তিনি বলেন, "আগের বার যখন আমরা এসেছিলাম তখন মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল ৷ কিন্তু সেদিন যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা সেই সকল প্রশ্নের কিছু না কিছু করে নিয়েছিলেন ৷ যখন আপনার সঙ্গে সাক্ষাতের বিষয় এল তার আগে থেকেই আমি মনে মনে আপনার সঙ্গে কথা বলছিলাম ৷ আমার মনে যা প্রশ্ন আসছিল করে ফেলছিলাম ৷ আপনি আমাকে প্রেমভক্তি দিয়ে দিন ৷ আর কিছু চাই না ৷"
এটাই প্রথমবার নয় ৷ 2022 সালেও যখন বিরাটের ক্রিকেট কেরিয়ারের অবস্থা বেসামাল তখন কৈচি ধামে করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা-বিরাট ৷ এমনকী, লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন আসরেও দেখা যায় জুটিকে ৷ উল্লেখ্য, 2013 সালে অনুষ্কা-বিরাটের প্রেমজীবন শুরু হয় ৷ ইতালিতে 2017 সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ 2021 সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয় ৷ গত বছর ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে ছেলে আকায়ের ৷