পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাহিত্যের সেরা সময়ে আসছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের গল্প

ছোটপর্দায় বরাবরই জনপ্রিয় সাহিত্যের নানা কাহিনী ৷ এবার আসছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের গল্প ৷

Anupamar Prem
আসছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের গল্প (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 9 hours ago

কলকাতা, 21 নভেম্বর: "বড়লোক জগবন্ধুবাবুর ছোটো মেয়ে অনুপমা মাত্র এগারো বছর বয়সেই নভেল পড়ে পড়ে নিজের মাথাটি খেয়েছিল। তার অস্বাভাবিক আচরণে শঙ্কিত-বিচলিত হয়ে অভিভাবকেরা তার বিয়ে ঠিক করে। কিন্তু বিয়ে হল না অনুপমার ৷ পাত্র নিরুদ্দেশ হল ৷ ভাগ্যের কঠোর পরিহাসে অনুপমা কি খুঁজে পাবে তাঁর প্রেম ?..." শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প উঠে আসছে 'সাহিত্যের সেরা সময়'-এ ৷

'অনুপমার প্রেম' পরিচালনা করবেন মদন গোপাল সাউ। চিত্রনাট্য লিখেছেন- মন চক্রবর্তী। সংলাপ লিখেছেন শাঁওলি। 'অনুপমার প্রেম' সম্প্রচারিত হবে 21 নভেম্বর থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে 7টায়, টিভির পর্দায়। অনুপমার চরিত্রে দেখা যাবে বিয়াস ধরকে ৷ এছাড়াও ললিতের ভূমিকায় আর্য দাশগুপ্ত, সুরেশের চরিত্রে রাজ সেন, দুর্লভের চরিত্রে শুভ্রজিৎ দত্ত, জগবন্ধুর চরিত্রে তীর্থ মল্লিক, অন্নপূর্ণার চরিত্রে মৌমিতা দত্ত, মণিমালার চরিত্রে সুমিতা চট্টোপাধ্যায়, কনকের চরিত্রে প্রিয়াঙ্কা আচার্য, চন্দ্রর চরিত্রে নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, রাখালের চরিত্রে কৌশিক ভট্টাচার্য, লতার চরিত্রে দেখা যাবে সুদেষ্ণা দাসকে ৷

এছাড়াও গৌরীর ভূমিকার শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, বিনতার চরিত্রে দোয়েল রায় নন্দী, ভোলার ভূমিকায় রজত রায়, অনুপমার ভাইপোর চরিত্রে দেখা যাবে সুপ্রদীপ খাটুয়া ও দেবস্মিত মিত্রকে। 19 শতকের শেষ সময়, যখন বাংলার মেয়েরা সবে অক্ষরজ্ঞানের সঙ্গে পরিচিত হচ্ছে, তখন এক শিক্ষিত গ্রামীণ জমিদারের আদুরে কন্যা অনুপমা বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠিকা হয়ে ওঠে। সাহিত্যের কাল্পনিক চরিত্রদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গভীর চর্চা করতে করতে সে নিজেও পুরুষ নারীর প্রণয় সম্পর্কের জটিল গোলক ধাঁধায় জড়িয়ে পড়ে ৷ বইয়ের পাতা থেকে 'অনুপমার প্রেম' এবার টেলিভিশনের পর্দায় ৷ বাকিটা জানতে হলে দেখতে হবে 'সাহিত্যের সেরা সময়'-এ ।

ABOUT THE AUTHOR

...view details