পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর...' পিয়াকে ভুলে বিয়ের পিঁড়িতে অনুপম, পাত্রীকে চেনেন? - Anupam Roy Marriage Prashmita Paul

Anupam Roy Marriage: অতীত ভুলে নতুন জীবন শুরু করতে চলেছেন সঙ্গীতশিল্পী অনুপম রায় ৷ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৷ পাত্রী তাঁরই সহকর্মী ৷

Etv Bharat
বিয়ের পিঁড়িতে অনুপম !

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 4:27 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: কাল যে নিজের ছিল আজ সে প্রাক্তন ৷ টলিউডে প্রেম-বিচ্ছেদের মাঝে নতুন সংসার বাঁধার খবর এখন শিরোনামে ৷ কাঞ্চন মল্লিক-শ্রীময়ীর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সঙ্গীত শিল্পী অনুপম রায় ৷ 2 মার্চ ফের বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। পাত্রী প্রশ্মিতা পাল। প্রশ্মিতা নিজেও প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী।

এই ব্যাপারে অনুপম রায়ের কাছে ইটিভি ভারত জানতে চাইলে চুপ থেকেছেন তিনি। তবে, এই খবরে শিলমোহর দিয়েছেন প্রশ্মিতা। কোনওরকম রাখঢাক না করেই ইটিভি ভারতকে তিনি বলেন, "একদমই সত্যি কথা শুনেছেন। আমরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছি। আমরা আগে একে অপরের গানের সূত্রে সহকর্মী ছিলাম। পরে প্রেম। এই প্রেমের বয়স এক বছর। আর এবার বিয়ের পথে হাঁটছি আমরা। এবার একসঙ্গে থাকার পালা। 2 মার্চ আমাদের বিয়ে।" তবে, বিয়ের ব্যাপারে অর্থাৎ বিয়ে সংক্রান্ত অন্যান্য কোনওকিছুই জানাননি প্রশ্মিতা। অর্থাৎ অনুপমের গানের ভাষাতেই বলতে হয়, 'শহর জুড়ে যেন প্রেমের মরসুম' থুড়ি 'বিয়ের মরসুম'।

প্রসঙ্গত, 2015 সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম রায়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। একসঙ্গে একাধিক মঞ্চে গানও গেয়েছেন তাঁরা। সেই প্রেম পরিণতি পায় 2015 সালে। আর বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। সময় গড়িয়েছে। পিয়া এখন পরমব্রত ঘরণী। অনুপমের সঙ্গে জুড়তে চলেছে প্রশ্মিতার নাম। অন্যদিকে, 6 মার্চ সামাজিক বিয়ে সারতে চলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। যদিও 14 ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় তারকা দম্পতি শেয়ারও করেন ৷ এরপরেই সামাজিক বিয়ের কথা সামনে আসে ৷ যদিও সেই বিয়েতে সংবাদমাধ্যমের 'এন্ট্রি' নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাঞ্চন ঘরণী ৷ সবমিলিয়ে বাংলার বিনোদন দুনিয়ায় এই মুহূর্তে বিয়ের মরসুম।

ABOUT THE AUTHOR

...view details