পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ভানু'-তে অভিনয়ের জন্য বন্ধুদের সঙ্গে কথা বন্ধ করে দেয় অঙ্কিত - BHANU AT KIFF 2024

রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন দশম শ্রেণীর ছাত্র তথা 'নেতাজি' ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার। সেই ছবি জায়গা পেয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ৷ অভিজ্ঞতা শেয়ার অভিনেতার ৷

Ankit Majumder
অঙ্কিত মজুমদার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 1, 2024, 9:54 AM IST

Updated : Dec 1, 2024, 11:37 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানু'। এবার 'বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন' বিভাগের জন্য মনোনিত হয়েছে 'ভানু'। 1875 সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ উঠে এসেছে। জানা গিয়েছে তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর 'ভানুসিংহের পদাবলী' লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে।

রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন দশম শ্রেণীর ছাত্র তথা 'নেতাজি' ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার। 'নেতাজি' ছাড়াও বহু ধারাবাহিক এবং সিনেমা, ওয়েবে দক্ষতার সঙ্গে কাজ করেছে অঙ্কিত। এই চরিত্রে অভিনয়ের জন্য কেমন ছিল তাঁর প্রস্তুতি? জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।

ইটিভি ভারত : 'ভানু' দেখানো হবে 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কেমন লাগছে?অঙ্কিত : এটা একটা বড় প্রাপ্তি। সবার আগে নিজের শহরে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটা। আর সেখানে আমি রয়েছি। এর মতো ভালো লাগা হতে পারে? সকলের অনেক কষ্টের ফল। কিন্তু ওই যে, পরীক্ষা সামনে। তাই আনন্দটা সেভাবে উপভোগ করতে পারছি না।

ইটিভি ভারত: রবি ঠাকুরের চরিত্র। নিজেকে তৈরি করলে কীভাবে? ওয়ার্ক শপ হয়েছে?
অঙ্কিত: নিজেকে আইসোলেট করে দিয়েছিলাম কয়েকটা দিন। বন্ধুদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। রবি ঠাকুরের মতো করে হাঁটা চলা, কথা বলার চেষ্টা করতাম রিয়েল লাইফেও। চরিত্রটা যেহেতু রবীন্দ্রনাথ তাই নিজের মধ্যে শান্তভাব নিয়ে আসতে হয়েছে। তা ছাড়াও চোখটা আমার বারবার ফটফট করে সুইচ করে সেটাকে আটকাতে হয়েছে। মেন্টর বলেছিলেন আমার ভুরু নাকি খুব নাচে। সেটাও কন্ট্রোল করতে হয়েছে। বাকিটা ওয়ার্কশপের মাধ্যমে হয়ে গিয়েছে। শুটিংঙের থেকেও বেশি ওয়ার্কশপ হয়েছিল আমাদের।

ইটিভি ভারত: রবি ঠাকুরের কোনও বই ঘাঁটোনি?
অঙ্কিত: 'জীবন স্মৃতি' আর 'ছেলেবেলা' পড়েছিলাম। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেখানে যা লেখা পেতাম পড়তাম। মানুষটিকে জানার জন্য। আসলে যখন যে চরিত্রটা করি তখন সেটার প্রতি আমার আগ্রহ বাড়তে থাকে। আর আমি ওটার মধ্যেই পড়ে থাকি।

ইটিভি ভারত: এর আগে 'নেতাজি' করেছ। এরকম আরও পিরিয়ড ড্রামা করতে চাও ভবিষ্যতে?
অঙ্কিত: অবশ্যই করব পিরিয়ড ড্রামা। এরকম রোল খুব চ্যালেঞ্জিং হয়। নেতাজির থেকেও ভানু বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। চ্যালেঞ্জিং চরিত্র করতেই বেশি ভালো লাগে। যেখানে অনেক রিসার্চ, অনেক অনুশীলন করতে হয় এমন চরিত্র করতে আমার ভালো লাগে। চ্যালেঞ্জিং চরিত্র না হলে আমি করতেও পারি না মনে হয় ঠিকভাবে।

ইটিভি ভারত : আগামী কাজ কী কী আসছে?অঙ্কিত : আগামী কাজ বলতে 'রবীন্দ্র কাব্য রহস্য' আসছে এসকে মুভিজের ব্যানারে। আগামী বছর রিলিজ ছবিটার। তাছাড়া 'স্বার্থপর' নামের একটা ফ্যামিলি ড্রামা আছে পাইপলাইনে।ইটিভি ভারত : লেখাপড়া অভিনয় সব ব্যালান্স হয় কীভাবে? সামনে বোর্ডের পরীক্ষা, ব্রেক নেওয়ার প্ল্যান আছে?অঙ্কিত : ক্লাস এইট অবধি ব্যালেন্স করে চলতে পেরেছিলাম। কিন্তু নাইন থেকে চাপ বেড়েছে। ব্যালেন্স করা মুশকিল হয়ে যাচ্ছে। তাই সিরিয়াল কম করি। মেজর ক্যারেক্টার করি না। সাইড রোল পেলে করি বা করব। এ ছাড়া বিজ্ঞাপন, সিনেমা, ওয়েব তো করি। ব্রেকের কথা ভাবিনি। লেখাপড়া সামলে কাজ করব। মেগা সিরিয়ালে লিডে এক্ষুণি কাজ করার ইচ্ছা নেই।

ইটিভি ভারত: মেগা সিরিয়ালে ভালো রোল পেলে করবে?
অঙ্কিত: নিশ্চয়ই করব। কিন্তু ওই যে বললাম এখন মেজর রোল করব না। ভবিষ্যতে ভালো রোল পেলে করব তো অবশ্যই।

ইটিভি ভারত: এর মধ্যে কোন সিনেমা দেখলে?
অঙ্কিত: 'বহুরূপী' দেখলাম সিনেমা হলে গিয়ে।

Last Updated : Dec 1, 2024, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details