ETV Bharat / sports

ভিনরাজ্যে বছরের প্রথম বড় ম্যাচ, ঘরে বসে বিনামূল্যে দেখুন মোহন-ইস্ট দ্বৈরথ - KOLKATA DERBY LIVE STREAMING

যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া ৷ বছরের প্রথম মোহন-ইস্ট দ্বৈরথ ঘরে বসে কীভাবে দেখবেন? জেনে নিন ৷

ISL KOLKATA DERBY
মোহন-ইস্ট দ্বৈরথ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

কলকাতা, 10 জানুয়ারি: আইএসএলের সাম্প্রতিক পরিসংখ্যান হোক কিংবা সার্বিক পরিসংখ্যান, ধারেভারে ইস্টবেঙ্গলের তুলনায় অনেক এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কিন্তু বড় ম্যাচ কবে আবার পরিসংখ্যানের ধার ধেরেছে? তাই আইএসএলে ফিরতি বড় ম্যাচও 50-50 ৷ ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ৷ অন্যদিকে ডার্বির আগে চরম সতর্কতা মোহনবাগানজুড়ে ৷

চোট-আঘাত সমস্যা: বছরের প্রথম বড় ম্যাচে নামার আগে চোট-আঘাতে কাবু দুই শিবিরই ৷ তবে বেঞ্চ তুলনামূলক শক্তিশালী হওয়ায় ভোগান্তি কম সবুজ-মেরুনের ৷ পক্ষান্তরে গুরুত্বপূর্ণ ফুটবলারদের না-পাওয়া পিছিয়ে দিতে পারে লাল-হলুদকে ৷ গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্র পেত্রাতোসদের ছাড়াই জিতছে মোহনবাগান ৷ গত ম্য়াচে স্টুয়ার্ট পরিবর্ত নেমেছিলেন ৷ ফিরতি ডার্বিতেও স্কটিশ প্লে-মেকারকে হয়তো পরিবর্তই ব্যবহার করবেন হোসে মোলিনা ৷ তবে চোটে নেই পেত্রাতোস, আশিক কুরুনিয়ান ৷ সম্প্রতি চোটের তালিকায় নয়া সংযোজন অনিরুদ্ধ থাপা ৷ তাঁকেও বড় ম্যাচে পাচ্ছেন না বাগান হেডস্যর ৷

অন্যদিকে ইস্টবেঙ্গল মিনি হাসপাতাল ৷ মাদিহ তালাল ছিটকে গিয়েছেন আগেই ৷ তাঁর পরিবর্ত রিচার্ড সেলিস স্যাঞ্চেজ গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর ৷ কিন্তু চোটের তালিকায় মহম্মদ রাকিপ, সল ক্রেসপো, আনোয়ার আলির মত গুরুত্বপূর্ণ ফুটবলাররা ৷ বৃহস্পতিবার পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে অনুশীলনে এসেছিলেন আনোয়ার ৷ তবে হাডল সেরে বেরিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার অনুশীলনেই এলেন না তিনি ৷ সবমিলিয়ে চোট নিয়ে বেশি চাপে অস্কার ব্রুজোঁই ৷

কোথায়-কখন অনুষ্ঠিত হবে ম্য়াচ: গঙ্গাসাগর মেলার কারণে নিরাপত্তা মেলেনি ৷ তাই ডার্বি কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছে গুয়াহাটিতে ৷ গুয়াহাটির ইন্দিরা গান্ধি অ্যাথলেটিক স্টেডিয়ামে শনিবার অর্থাৎ, 11 জানুয়ারি লড়াইয়ে নামবে মোহনবাগান-ইস্টবেঙ্গল ৷ ম্যাচ শুরু সন্ধে সাড়ে 7টায় ৷

ঘরে বসে কীভাবে দেখবেন ম্য়াচ: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখা যাবে স্পোর্টস18 3 SD চ্যানেলে ৷ এছাড়া স্পোর্টস 18 HD চ্যানেলেও ম্য়াচের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে ৷ পাশাপাশি টেলিভিশনে কলকাতা জায়ান্টদের ম্যাচ দেখা যাচ্ছে কালার্স বাংলা সিনেমাতেও ৷ ম্য়াচের লাইভ স্ট্রিমিং অনুরাগীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷

আরও পড়ুন:

কলকাতা, 10 জানুয়ারি: আইএসএলের সাম্প্রতিক পরিসংখ্যান হোক কিংবা সার্বিক পরিসংখ্যান, ধারেভারে ইস্টবেঙ্গলের তুলনায় অনেক এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ কিন্তু বড় ম্যাচ কবে আবার পরিসংখ্যানের ধার ধেরেছে? তাই আইএসএলে ফিরতি বড় ম্যাচও 50-50 ৷ ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ৷ অন্যদিকে ডার্বির আগে চরম সতর্কতা মোহনবাগানজুড়ে ৷

চোট-আঘাত সমস্যা: বছরের প্রথম বড় ম্যাচে নামার আগে চোট-আঘাতে কাবু দুই শিবিরই ৷ তবে বেঞ্চ তুলনামূলক শক্তিশালী হওয়ায় ভোগান্তি কম সবুজ-মেরুনের ৷ পক্ষান্তরে গুরুত্বপূর্ণ ফুটবলারদের না-পাওয়া পিছিয়ে দিতে পারে লাল-হলুদকে ৷ গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্র পেত্রাতোসদের ছাড়াই জিতছে মোহনবাগান ৷ গত ম্য়াচে স্টুয়ার্ট পরিবর্ত নেমেছিলেন ৷ ফিরতি ডার্বিতেও স্কটিশ প্লে-মেকারকে হয়তো পরিবর্তই ব্যবহার করবেন হোসে মোলিনা ৷ তবে চোটে নেই পেত্রাতোস, আশিক কুরুনিয়ান ৷ সম্প্রতি চোটের তালিকায় নয়া সংযোজন অনিরুদ্ধ থাপা ৷ তাঁকেও বড় ম্যাচে পাচ্ছেন না বাগান হেডস্যর ৷

অন্যদিকে ইস্টবেঙ্গল মিনি হাসপাতাল ৷ মাদিহ তালাল ছিটকে গিয়েছেন আগেই ৷ তাঁর পরিবর্ত রিচার্ড সেলিস স্যাঞ্চেজ গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর ৷ কিন্তু চোটের তালিকায় মহম্মদ রাকিপ, সল ক্রেসপো, আনোয়ার আলির মত গুরুত্বপূর্ণ ফুটবলাররা ৷ বৃহস্পতিবার পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে অনুশীলনে এসেছিলেন আনোয়ার ৷ তবে হাডল সেরে বেরিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার অনুশীলনেই এলেন না তিনি ৷ সবমিলিয়ে চোট নিয়ে বেশি চাপে অস্কার ব্রুজোঁই ৷

কোথায়-কখন অনুষ্ঠিত হবে ম্য়াচ: গঙ্গাসাগর মেলার কারণে নিরাপত্তা মেলেনি ৷ তাই ডার্বি কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছে গুয়াহাটিতে ৷ গুয়াহাটির ইন্দিরা গান্ধি অ্যাথলেটিক স্টেডিয়ামে শনিবার অর্থাৎ, 11 জানুয়ারি লড়াইয়ে নামবে মোহনবাগান-ইস্টবেঙ্গল ৷ ম্যাচ শুরু সন্ধে সাড়ে 7টায় ৷

ঘরে বসে কীভাবে দেখবেন ম্য়াচ: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখা যাবে স্পোর্টস18 3 SD চ্যানেলে ৷ এছাড়া স্পোর্টস 18 HD চ্যানেলেও ম্য়াচের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে ৷ পাশাপাশি টেলিভিশনে কলকাতা জায়ান্টদের ম্যাচ দেখা যাচ্ছে কালার্স বাংলা সিনেমাতেও ৷ ম্য়াচের লাইভ স্ট্রিমিং অনুরাগীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.