হায়দরাবাদ, 6 অগস্ট: 'সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না ৷ সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের জন্য একটা রাত' কাছাকাছি আসছেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত ৷ সামনে এল 'এই রাত তোমার আমার' ছবির অফিসিয়াল পোস্টার ৷ পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায় ৷
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে 30 অগস্ট ৷ অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে 6 সেপ্টেম্বর স্ট্রিমিং হবে এই সিনেমা ৷ ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ এর আগে জুটিকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এক যে ছিলো রাজা' ছবিতে ৷ জানা গিয়েছে, পরমের এই ছবি তুলে ধরবে প্রবীণ দম্পতির গল্প, যা এখনকার সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক ৷ দাম্পত্য জীবনে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে ৷ সেই পরিবর্তন কখনও সুখের হয় আবার কখনও সেখানে পড়ে গভীর দীর্ঘশ্বাস ৷ পরস্পরের প্রতি কতটা ভালবাসা থাকলে শেষ জীবন পর্যন্ত একসঙ্গে থাকা যায়, সেই গল্পই যেন বলতে চলেছে এই ছবি ৷