পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অভিমানী অঞ্জন দত্ত-অপর্ণা সেনকে কাছাকাছি আনছেন পরমব্রত - Anjan Dutt Aparna Sen Movie - ANJAN DUTT APARNA SEN MOVIE

Anjan Dutt and Aparna Sen New Movie: অনেকদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন অঞ্জন দত্ত-অপর্ণা সেন ৷ দুই তুখোড় পরিচালক-অভিনেতাকে পর্দায় আনার নেপথ্যে পরমব্রত চট্টোপাধ্যায় ৷ প্রকাশ্যে এল আসন্ন ছবি 'এই রাত তোমার আমার'-এর পোস্টার ৷

Anjan Dutt and Aparna Sen New Movie
জুটিতে অপর্ণা সেন-অঞ্জন দত্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 6, 2024, 3:37 PM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: 'সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না ৷ সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের জন্য একটা রাত' কাছাকাছি আসছেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত ৷ সামনে এল 'এই রাত তোমার আমার' ছবির অফিসিয়াল পোস্টার ৷ পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায় ৷

প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে 30 অগস্ট ৷ অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে 6 সেপ্টেম্বর স্ট্রিমিং হবে এই সিনেমা ৷ ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ এর আগে জুটিকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এক যে ছিলো রাজা' ছবিতে ৷ জানা গিয়েছে, পরমের এই ছবি তুলে ধরবে প্রবীণ দম্পতির গল্প, যা এখনকার সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক ৷ দাম্পত্য জীবনে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে ৷ সেই পরিবর্তন কখনও সুখের হয় আবার কখনও সেখানে পড়ে গভীর দীর্ঘশ্বাস ৷ পরস্পরের প্রতি কতটা ভালবাসা থাকলে শেষ জীবন পর্যন্ত একসঙ্গে থাকা যায়, সেই গল্পই যেন বলতে চলেছে এই ছবি ৷

এর আগে পরিচালক মৃণাল সেনের 'একদিন অচানক' এবং 'মহাপৃথিবী' ছবিতে অভিনয় করলেও কখনই একে অপরের বিপরীতে দেখা যায়নি তাঁদের। পরবর্তীতে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা' ছবিতেও প্রতিদ্বন্দ্বী দুই উকিল এবং প্রাক্তন যুগলের ভূমিকায় ধরা দিয়েছিলেন তাঁরা। এছাড়াও অঞ্জন দত্ত অভিনীত 'যুগান্ত' ছবির পরিচালক ছিলেন অপর্ণা সেন।

প্রসঙ্গত, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 'দীপ জ্বেলে যাই' ছবির কালজয়ী গান 'এই রাত তোমার আমার'। সেই গানের রেশ ধরেই বড় পর্দায় তৈরি হচ্ছে পরমব্রত পরিচালিত এই ছবি। পরিচালনার পাশাপাশি পরমব্রত নিজেও অভিনয় করবেন।অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সাড়া ফেলেছেন পরম ৷ তাঁর পরিচালনায় ওয়েব সিরিজ 'পর্ণশবরীর শাপ' জনপ্রিয়তা পেয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details