কলকাতা, 10 ডিসেম্বর: একটা সময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে ঝোঁক ছিল তা কি কমছে আস্তে আস্তে? কেউ বলেন, ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে সিনেমা হলে দর্শক কমেছে ৷ আবার কেউ বলেন, ভালো কনটেন্ট হলে দর্শক সিনেমা হলে যাবেনই ৷ এমন এক বিষয় আলোচনা সভায় উঠে এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷
'ডিজিটাল যুগে স্বল্পদৈর্ঘের ছবি ও তথ্যচিত্রের রমরমা'- নামক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা সভা বসে শিশির মঞ্চে। আলোচনায় ছিলেন অঞ্জন বসু, সৌরভ ষড়ঙ্গী, ফারহা খাতুন, দীপেন্দ্র মেহরা, দেবলীনা। সঞ্চালনায় ছিলেন অমরেশ চক্রবর্তী।
অরোরা ফিল্ম কর্পোরেশনের মুখ্য অঞ্জন বসু বলেন, "ডিজিটাল যুগে মানুষ সিনেমা হলে আসা বন্ধ করে দিয়েছে।" তিনি গর্বের সঙ্গে বলেন, "আমার বাপ-ঠাকুরদারা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকদের ছবি প্রযোজনা করেছেন। আমার মনে হয়, একজন প্রযোজকের কাজ শুধু অর্থলগ্নি করা নয়। তাঁকে সিনেমার মাধ্যমটি নিয়েও ওয়াকিবহাল থাকতে হবে।"
চলচ্চিত্র পরিচালক দেবলীনা বলেন, "নকুল দিন সোনি দেখিয়েছেন যে ডিজিটাল মাধ্যমেও তথ্যচিত্র বানানো সম্ভব।" পরিচালক সৌরভ ষড়ঙ্গী বলেন, "আমি অ্যানালগ মাধ্যমেও ছবি করেছি, আবার 16 এমএম ক্যামেরাতেও ছবি তুলেছি। ভিডিয়োর কাজ করেছি আর এখন তো ডিজিটালের যুগ। এই যে বিবর্তন, এর সাক্ষী আমি। আমার তো মনে হয় এরপরে ডিজিটাল মাধ্যমের ভালো মন্দ নিয়ে আর কথাই হবে না ৷ কথা হবে এআই নিয়ে। ডিজিটাল তথ্যচিত্র নির্মাণ অনেক সহজ করে দিয়েছে। অ্যানালগ যুগে আমরা শাসিত হতাম মূলধারার মাধ্যমে।"