পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

জগন্নাথ ধামে খুন ! রহস্যের সমাধান করতে গিয়ে নাজেহাল একেন বাবু - PUROPURI EKEN SERIES

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে হাজির 'পুরো পুরী একেন' ৷ নতুন রহস্যের সমাধানে এবার সমুদ্র তটে একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী ৷

Puro puri Eken
'পুরো পুরি একেন' সিরিজের দৃশ্য (Pr handout)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 6:13 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: হইচইতে প্রিমিয়ার হয়ে গেল 'পুরো পুরী একেন'-এর। গত ছয় বছর ধরেই একেন বাবুকে দর্শকের দরবারে হাজির করছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এবার একেনের জন্য রহস্যের জাল বিছানো ছিল পুরীতে। একেনের চিরকালীন বৈশিষ্ট্য হাস্যরস আর বুদ্ধিমত্তা দিয়ে রহস্যের উন্মোচন। এখানেও ঘটেছে তেমনটাই। এতটুকু একঘেয়েমির জায়গা নেই এবারেও।

'পুরো পুরী একেন' নিয়ে অনির্বাণ চক্রবর্তী বলেন, "একেন বাবুর চরিত্রে অভিনয় করা আমার কাছে সবসময়েই আনন্দের। একজন মানুষ যার এত বুদ্ধি, একইসঙ্গে যার মধ্যে এত রসবোধ, সে আবার রহস্যেরও উদঘাটন করে। আমার মনে হয় প্রতিবারের মতো এ বারেও দর্শক এই সিরিজ দেখে আনন্দ পাবে।" তিনি আরও বলেন, "পুরো পুরি একেন' একটি চিত্তাকর্ষক দুঃসাহসিক জার্নি। হলফ করে বলতে পারি সাসপেন্স, হাসি এবং ষড়যন্ত্রের রোলারকোস্টারে নিয়ে যাবে দর্শককে। যা সবই একটি ক্লাসিক একেন-স্টাইলের আখ্যানে পরিপূর্ণ হয়েছে।"

শুটিংয়ের দৃশ্য (Pr handout)

প্রত্যেক অভিনেতা নিজের নিজের জায়গায় দুর্দান্ত। এই সিরিজের অষ্টম পর্বে এসে দেখা যাচ্ছে বিশিষ্ট কখাকলি নৃত্যশিল্পী পারমিতার কাছে আসতে থাকে একের পর এক হুমকির ফোন কল। ওদিকে তার স্বামী অভীক এই নিয়ে বেশ বিচলিত।ঘাতক কি অজানা নাকি ভালো মুখের অন্দরে লুকিয়ে আছে? একেন বাবু কি পারমিতার জীবনের রহস্য উন্মোচন করতে পারবে? সে কি পারবে সমুদ্র পাড়ে ডাবের জলে চুমুক দিতে দিতে এই অস্বাভাবিক ঘটনার সমাধান করতে? সবটা আছে 'পুরোপুরি একেন'-এ ৷

একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, বাপীর চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়, প্রমথর চরিত্রে সোমক ঘোষ। পারমিতার চরিত্রে রাজনন্দিনী পাল, অভীকের চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল একেন সিরিজের একজন নতুন সদস্য। রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত, রোজা পারমিতা রায়, শঙ্কর দেবনাথ, দুর্বার শর্মা প্রমুখ।

পুরো পুরী একেন' হইচই-তে (Pr handout)
শুটিংয়ের ফাঁকে অনির্বাণ (Pr handout)

ABOUT THE AUTHOR

...view details