পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রথমবার পরমব্রতর পরিচালনায় অনির্বাণ, বড় চমক দুই তারকার - BHOG SERIES

ছবি-সিরিজ পরিচালনায় হাত পাকিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ এবার তাঁর ছবিতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে ৷ বড় চমক থাকছে দর্শকদের জন্য ৷

Bhog
পরমব্রত চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্য (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 12:45 PM IST

কলকাতা, 11 নভেম্বর: "মূর্তিটাকে দোকানে দেখেই ভারি পছন্দ হয়ে গেলো অতীনের। কিন্তু তারপর মূর্তিটাকে খুঁটিয়ে দেখতে গিয়ে…পার্ক স্ট্রিটের এই কিউরিওর দোকানে প্রায়ই আসে অতীন।"- লাইনগুলো অভীক সরকারের লেখা 'ভোগ' গল্পের।

বইয়ের পাতা থেকে 'ভোগ' এবার আসছে ওটিটি-র পর্দায় ৷ নেপথ্যে ক্যাপ্টেন অফ দ্য শিপ পরমব্রত চট্টোপাধ্যায় ৷ পরম পরিচালিত ছবিতে প্রথমবার দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে ৷ অতীনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অনির্বাণ ৷ জানা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। বাকি সব চরিত্রাভিনেতাদের নাম ঠিক হয়নি এখনও।

এর আগে অনির্বাণ এবং পরমব্রত একসঙ্গে অভিনয় করলেও কেউ কারোর পরিচালনায় কাজ করেননি কখনও। এই প্রথমবার পরমের পরিচালনায় 'খোকা'। পৌরাণিক থ্রিলারধর্মী এই সিরিজটি তৈরি হয়েছে অভিক সরকারের গল্প থেকে। যার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এবং পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং। একজন একাকী মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে এই সিরিজের কাহিনি ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে সেই একাকী মানুষটির কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত কী হয়, তারই উত্তর দেবে এই সিরিজ। পরমব্রতর তৈরি ‘পর্ণশবরীর শাপ‘ এবং 'নিকষ ছায়া’র মতো অতিপ্রাকৃত সিরিজ দর্শকের পছন্দ হয়েছে । এবার অনির্বাণের সঙ্গে তাঁর জুটি নিয়ে নির্মাতারা যেমন আশাবাদী তেমনই দর্শকের নজর রয়েছে জুটির দিকে ৷ বাংলা বিনোদন দুনিয়ায় এই দুই অভিনেতা-পরিচালক যে অন্য ট্রেন্ড সেট করেছেন তা বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে বাকি সব চরিত্রাভিনেতা চূড়ান্ত হওয়ার পর এই বছরের শেষেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। এর আগে ‘ভোগ’ বই আকারে এবং অডিয়ো বুক হিসেবে জনপ্রিয় হয়েছে। বড় পর্দাতেও এই কাহিনি দেখা যায় রাজর্ষি দে পরিচালিত ‘পূর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’ ছবিতে। এবার হইচইতে সিরিজ হিসেবে আসার পালা।

ABOUT THE AUTHOR

...view details