পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

জেল নাকি জামিন ? আল্লু অর্জুনের ভাগ্য জানা যাবে 3 জানুয়ারি - ALLU ARJUN CONTROVERSY

বছর শেষে আল্লু অর্জুন মামলার নিষ্পত্তি হল না আদালতে ৷ অন্তর্বর্তী জামিন মামলার শুনানি শেষ ৷ বাড়বে কি জামিনের মেয়াদ? রায়দান নতুন বছরে ৷

Allu Arjun controversy
আল্লু অর্জুন-পবন কল্যাণ (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 30, 2024, 4:25 PM IST

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: সন্ধ্যা হলে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মামলার শুনানি শেষ নামপল্লী আদালতে ৷ কিন্তু সোমবার দু'পক্ষের সওয়াল শোনার পর রায় দান স্থগিত রাখেন বিচারপতি। আদালত সূত্রে জানা গিয়েছে 3 জানুয়ারি মামলার শুনানি হবে। পুলিশের তরফে অভিনেতাকে জামিন দেওয়ার বিষয়ে বিরোধিতা করা হয়েছে ৷ অন্যদিকে, 'পুষ্পা' খ্যাত অভিনেতার জামিনের সপক্ষে সওয়াল করেন আইনজীবী ৷

অভিনেতার পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন, সন্ধ্যা হলের ঘটনায় আল্লু অর্জুনকে অভিযুক্ত দায়ের করা যায় না ৷ পাশাপাশি পদপিষ্ট হয়ে দর্শক রেভাথির মৃত্যুর ঘটনায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ প্রাসঙ্গিক নয় ৷ এরপরেই আদালতকে জানানো হয়, বিএসএন সেকশন 105 ধারা প্রযোজ্য নয় ৷ এরপরেই অভিনেতার জামিনের আবেদন জানানো হয় ৷ দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর রায় দান স্থগিত রাখেন বিচারপতি ৷ মামলার রায়দান হবে আগামী বছর অর্থাৎ জানুয়ারির 3 তারিখ ৷

এই মাসের 4 তারিখে 'পুষ্পা 2' ছবির প্রিমিয়ারে সন্ধ্যা প্রেক্ষাগৃহে পদপিষ্টের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ ৷ হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিলে তিনি কারাগার থেকে মুক্তি পান। অন্যদিকে, নামপল্লী আদালত 14 দিনের রিমান্ড আরোপ করেছে, যা এই মাসের 27 তারিখে শেষ হয়েছে। কার্যত ওই দিনই অভিনেতা ভার্চুয়ালি শুনানির জন্য হাজির হন। এরপরই তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

অন্যদিকে, সন্ধ্যা হলের ঘটনায় আল্লু অর্জুনের সপক্ষে কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ ৷ তিনি জানিয়েছেন, পদপিষ্টের ঘটনায় এতকা আল্লু অর্জুনকে দোষী সাব্যস্ত করা উচিত নয় ৷ পবন মনে করেন, সিনেমা একটা টিমওয়ার্ক ৷ তিনি জানিয়েছেন, পদপিষ্টে মৃত্যুর ঘটনায় আল্লুও গভীরভাবে ব্যথিত ৷ এরপর তিনি অনুরোধ করেছেন, আল্লু অর্জুনের তরফে কোনও একজনের উচিত নিপীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ৷ তাহলে আর এই ধরনের বিতর্ক হবে না ৷ পবন জানিয়েছেন, এ ব্যাপারে মানবিকতার অভাব রয়েছে।

তিনি আরও জানান, সাধারণ মানুষ রেগে আছেন, কারণ কেউ নিপীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেনি ৷ তিনি মনে করেন, যদি কোনও দুর্ঘটনায় অনুরাগীর মৃত্যু হয়, তাহলে সেই পরিবারের সঙ্গে তৎক্ষণাৎ দেখা করা উচিত ৷ এক্ষেত্রে যদি আল্লু অর্জুন না পারেন তাহলে ছবির প্রযোজক বা নির্মাতাদের অন্তত যাওয়া উচিত ৷ একজন অনুরাগী অবাক হয়ে যাবেন, তখন তিনি দেখবেন তাঁর বাড়িতে একজন হিরো গিয়েছেন ৷ এখন দেখার, আল্লু অর্জুনকে ঘিরে বিতর্কের জল নতুন বছরে কতদূর গড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details