পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

জেলমুক্তির পর চিরঞ্জীবীর বাড়িতে সস্ত্রীক আল্লু অর্জুন, 'পুষ্পা'র সঙ্গে দেখা অন্যদেরও - ALLU ARJUN

জেল থেকে ফিরেই স্ত্রী ও সন্তানদের নিয়ে মেগাস্টার চিরঞ্জীবীর বাড়িতে পৌঁছলেন আল্লু অর্জুন ৷ সেখানেই তাঁরা মধ্যাহ্ণভোজন সারেন বলে জানা গিয়েছে ৷

ALLU ARJUN
বাঁ-দিক থেকে আল্লু অর্জুন ও চিরঞ্জীবী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 15, 2024, 5:44 PM IST

হায়দরাবাদ, 15 ডিসেম্বর:দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে দিন দু'য়েক ধরে তোলপাড় বিনোদন দুনিয়া ৷ শনিবার জেল থেকে মুক্তি পাওয়ার পর রবিবার সকালে তেলুগু সিনেমা জগতের মহাতারকা আল্লু অর্জুনকে দেখতে ভিড় করেন তাঁর বন্ধু থেকে শুরু করে সহকর্মীরা ৷

তালিকায় ছিলেন,বিজয় দেবেরাকোণ্ডা, রানা ডগ্গুবতী, নাগা চৈতন্য-সহ অন্যরা ৷ 'পুষ্পারাজ ছুটির দিনের মধ্যাহ্নভোজ সারেন তাঁর পিসেমশাই চিরঞ্জীবীর বাড়িতে ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে আল্লু অর্জুন, স্ত্রী স্নেহা রেড্ডি, ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহা গাড়ির মধ্যে রয়েছেন ৷ অভিনেতা চিত্রগ্রাহকদের দেখে ধন্যবাদ জানান ৷ গতকাল আল্লু অর্জুন বাড়িতে ফিরতেই তাঁর কাছে ছুটে যান স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে কাঁদলেন অঝোরে।

স্নেহা-আল্লুর আবেগপ্রবেণ মূহূর্তের ভিডিয়ো নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করেন 'ফ্যামিলি ম্যান পুষ্পা'!

এদিকে, জেল থেকে ছাড়া পাওয়ার পর আল্লু অর্জুন বলেন, "আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।" উল্লেখ্য, হায়দরাবাদে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 দ্য রুল-এর প্রিমিয়ার হয় সন্ধ্যা প্রেক্ষাগৃহে । সেদিন অর্থাৎ 4 ডিসেম্বর পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনার জেরে আল্লু অর্জুনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করে দক্ষিণী তারকাকে। তবে, তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী জামিনে শনিবার সকালে অভিনেতা বেরিয়ে আসেন হায়দরাবাদ সেন্ট্রাল জেল থেকে ৷ তাঁর মুক্তিতে উচ্ছ্বসিত হন ভক্তরাও ৷ এরপর রবিবারও তাঁর বাড়িতে ভিড় করেন বন্ধু ও সহকর্মীরা।

ABOUT THE AUTHOR

...view details