পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিমান থেকে নেমে হঠাৎ দেখি কিছু শুনতে পাচ্ছি না ! কী বিরল রোগে আক্রান্ত অলকা ? - Alka Yagnik - ALKA YAGNIK

Alka Yagnik: বিরল এক রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক ৷ আংশিকভাবে শ্রবণশক্তি হারিয়েছেন তিনি ৷ নিজের এই অসুস্থতার কথা জানিয়ে একটি মন ছোঁয়া পোস্ট করেছেন প্রখ্যাত গায়িকা ৷

ETV BHARAT
কী বিরল রোগে আক্রান্ত অলকা ? (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 2:39 PM IST

Updated : Jun 18, 2024, 2:49 PM IST

হায়দরাবাদ, 18 জুন: ভাইরাল আক্রমণের শিকার হয়ে আংশিকভাবে শ্রবণশক্তি হারিয়েছেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক ৷ তিনি নিজেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের এই দুঃসংবাদ জানিয়েছেন ৷ মন ছুঁয়ে যাওয়া এক বার্তায় এই কঠিন সময়ে সবাইকে তাঁর জন্য প্রার্থনা করার আর্তি জানিয়েছেন প্লে-ব্যাক সিঙ্গার ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অলগা ইয়াগনিক জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে একটি বিমান থেকে নামার সময় হঠাৎ তাঁর শ্রবণশক্তি হারিয়ে ফেলেন । অপ্রত্যাশিত এই ধাক্কা সামলাতে তাঁকে কতটা লড়াই চালাতে হচ্ছে, সে কথা শেয়ার করেছেন গায়িকা ৷

তিনি লিখেছেন, "কয়েক সপ্তাহ আগে, যখন আমি একটি বিমান থেকে নামছিলাম, তখন হঠাৎ করেই অনুভব করলাম যে, আমি কিছুই শুনতে পাচ্ছি না ৷ পরের সপ্তাহগুলিতে কিছুটা সাহস সঞ্চয় করে, আমি এখন আমার সমস্ত বন্ধুদের কাছে নীরবতা ভাঙতে চাই এবং শুভাকাঙ্ক্ষীরা যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন, কেন আমাকে স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না, তাঁদের জানাই, আমার ডাক্তাররা রোগ নির্ণয় করে বলেছেন, একটি ভাইরাল আক্রমণের কারণে বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তির ক্ষয়ের রোগে আমি আক্রান্ত...এই আকস্মিক, বড় ধাক্কা সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না ৷"

এই পরিস্থিতি হওয়ার পর অলকা তাঁর সহকর্মীদের এবং অনুরাগীদের সতর্কও করেছেন ৷ তাঁদের উচ্চস্বরে মিউজিক এবং দীর্ঘক্ষণ হেডফোন শোনার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অলকা ইয়াগনিক ৷ তাঁর পেশার সঙ্গে এই স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি জড়িয়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ৷

তাঁর কথায়, "যেহেতু আমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, অনুগ্রহ করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন । আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য বলছি, খুব জোরে মিউজিক এবং হেডফোনের এক্সপোজার সম্পর্কে সতর্ক হতে বলছি ৷ একদিন, আমি স্বাস্থ্যের বিপদগুলি শেয়ার করতে চাই, আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমি আমার পেশাগত জীবনকে পুনরুদ্ধার করতে চাই এবং এই সংকটময় সময়ে আপনাদের সমর্থন আমার জন্য অনেক ।"

কর্মক্ষেত্রে 16টি ভাষায় 2000 টিরও বেশি বলিউডি গানে প্লেব্যাক করেছেন অলকা ইয়াগনিক ৷ তিনি কলকাতার আকাশবাণী রেডিয়ো থেকে 6 বছর বয়সে তাঁর সঙ্গীতজীবনের সফর শুরু করেন। মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর অভিনীত তেজাব (1988)-এর আইকনিক গান 'এক দো তিন'-এর মাধ্যমে তাঁর কেরিয়ায় এক নতুন উচ্চতায় পৌঁছয় ৷

অলকা ইয়াগনিকের দ্রুত সুস্থতা কামনা করে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ৷ আশা করি তিনি শীঘ্রই নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ৷

Last Updated : Jun 18, 2024, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details