পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'স্মৃতি সততই সুখের...' 'বিচ্ছেদ' জল্পনায় বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সোনালি দিন - Aishwarya Rai With Bachchan Family - AISHWARYA RAI WITH BACHCHAN FAMILY

Speculation about possible rift between Aishwarya Rai and the Bachchan family: বিগত কয়েক মাস ধরেই নেটপাড়ায় ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে ৷ কিন্তু কয়েক বছর আগেও ছবিটা ছিল একদম আলাদা ৷ বচ্চন পরিবারে সেই হাসিখুশি-ঝলমলে ঐশ্বর্যকে মিস করছেন অনুরাগীরা ৷ স্মৃতির পাতায় ফিরে ফিরে আসছে পুরনো স্মৃতি ৷

Aishwarya Rai and the Bachchan family
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রাই (গেটি ইমেজ)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 20, 2024, 3:13 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: 'কিছুদিন থেকে আমি অতিশয় মনোকষ্টে আছি, একটি সংসার খুব খাপছাড়া অথচ সুন্দর ৷....' শামসুর রাহমানের লেখা এই কবিতার লাইন যেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের জীবনে চরম সত্যি হয়ে দাঁড়াচ্ছে ৷ বিগত কয়েক মাস ধরে বলিউডের এই স্টার কাপলদের নিয়ে নেটপাড়ায় যেভাবে 'বিচ্ছেদ জল্পনা' চলছে তার জল ক্রমশ ঘোলা হচ্ছে ৷ জল্পনার শুরু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ৷

অমিতাভ-অভিষেকের সঙ্গে ঐশ্বর্য (গেটি ইমেজ)

আম্বানির ছোট ছেলের বিয়েতে অভিষেক পৌঁছন অমিতাভ-জয়া-শ্বেতা বচ্চনের সঙ্গে ৷ অন্যদিকে ঐশ্বর্য পৌঁছন মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে ৷ পাপারাৎজিদের সামনে ছবিও ওঠে আলাদা আলাদা ৷ এরপর থেকেই যাবতীয় কল্পনা-জল্পনা চলতে থাকে অনুরাগীদের মনে ও নেটপাড়ায় ৷ কিন্তু কিছু বছর আগেও তো ছবিটা এমন ছিল না ৷ বচ্চন পরিবারে ঐশ্বর্যকে যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে সকলের সঙ্গে দেখা গিয়েছে, সেই স্মৃতিও তো ভোলার নয় ৷ অনুরাগীরা ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ৷ একনজরে ফিরে দেখা যাক, অভিষেক-ঐশ্বর্যর পুরনো বচ্চন পরিবারের সুখকর ছবি ৷

ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ-ঐশ্বর্য (গেটি ইমেজ)

এই ছবিটা 2009 সালের 11 জুন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৷ যেখানে বলিউড আইকন এবং আইফা অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চনকে ছেলে অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের সঙ্গে দেখা যায় ৷ তাঁরা একসঙ্গে ভেনিস ম্যাকাও-হোটেল-রিসোর্টে অমিতাভের মোমের পুতুলের সামনে পোজ দিয়ে ছবি তোলেন ৷

অমিতাভের মোমের পুতুলের সঙ্গে পোজ (গেটি ইমেজ)

আরেকটি থ্রোব্যাক ছবিতে মুম্বইয়ে 'মধুশালা-দ্য হাউস অফ ওয়াইন' বইয়ের উদ্বোধনের সময় অভিষেক, ঐশ্বর্য, জয়া এবং অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা গিয়েছে ৷ সালটা 2009-এর নভেম্বর মাস। ছবিটিতে হাসিখুশি ঐশ্বর্যকে দেখা যায় পুরো পরিবারের সঙ্গে ৷ আসলে এখন অ্যাশ ও অভিষেককে একসঙ্গে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠছে ৷ কিন্তু একটা সময় তাঁদের পাবলিক অ্যাপিয়ারেন্স থাকত পেজ থ্রি-র শিরোনামে ৷ ফলে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর কাটানো সেই সব মুহূর্ত ভোলা যায় কিভাবে!

বই প্রকাশ অনুষ্ঠানে জয়া-অমিতাভের সঙ্গে ঐশ্বর্য (গেটি ইমেজ)

বর্তমানে সোশাল মিডিয়ায় বেশ কিছু নেটিজেনরা বিভিন্ন সময়ে অভিষেক-ঐশ্বর্যর দুরত্ব নিয়ে কাটাছেঁড়া করছেন ৷ তখন এক ঐশ্বর্য অনুরাগী সরব হয়েছেন ৷ তিনি মিস ওয়ার্ল্ড-এর সপক্ষে জানিয়েছিলেন, বলিউডের স্টার কাপল ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনা পছন্দ করেন না ৷ তবে তাতেও জল্পনা মেটেনি ৷ উলটে বচ্চন পরিবার তথা শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অ্যাশের সম্পর্ক ভালো কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷

ননদ শ্বেতার সঙ্গে ঐশ্বর্য (গেটি ইমেজ)

বিগত কয়েক মাস ধরে ঐশ্বরিয়ার সোশাল মিডিয়া কার্যকলাপ, একাকী ভ্রমণ এবং অভিষেকের সঙ্গে জনসমক্ষে না আসা ইত্যাদি দেখে অনেকেই ধারনা করেছেন যে বচ্চন পরিবারের মধ্যে কোনও একটা উত্তেজনা চলছে ৷ মজার বিষয় হল, অমিতাভ বচ্চন, 13 জুলাই, জামাই নিখিল নন্দা, নাতি-নাতনি নভ্যা এবং অগস্ত্যের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ এছাড়াও পরিবারের অনান্য ছবিতেও অনুপস্থিত অ্যাশ ৷ ঘটনাগুলো নিছকই কাকতলীয় নাকি একে অপরের সঙ্গে যুক্ত তা স্পষ্ট হতে এখনও বাকি ৷

ঐশ্বর্য, সঙ্গে অমিতাভ-অভিষেক (গেটি ইমেজ)

আসলে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের পুরনো এই ছবিগুলিই সুন্দর সোনালী স্মৃতি মনে করিয়ে দেয় অনুরাগীদের ৷ জয়া-অমিতাভের সঙ্গে যে ঝলমলে ঐশ্বর্যকে একসময়ে দেখে অভ্যস্ত নেটপাড়া আজ সেই ছবির হাসি কি মিলিয়ে গিয়েছে বাস্তব জীবনে? উত্তর একমাত্র সময় দিতে পারবে ৷ আপাতত পুরো বিষয় নিয়েই মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার ৷ অভিষেক-ঐশ্বর্যর ব্যক্তিগত জীবনে আদৌ কোনও তুফান উঠেছে কি না, তা আপাতত রয়েছে বন্ধ দরজার পিছনে ৷

ABOUT THE AUTHOR

...view details