হায়দরাবাদ, 16 মে: শুরু হয়েছে 77তম কান চলচ্চিত্র উৎসব ৷ ফিল্ম ও ফ্যাশন ইন্ডাস্ট্রির বহু সেলিব্রিটি আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ ইভেন্টের রেড কার্পেটে হাঁটবেন । থাকবেন কানের অনেক পুরনো অতিথি ঐশ্বর্য রাই বচ্চনও ৷ এই অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা দিয়েছেন বচ্চন-বধূ ৷ তবে তাঁর ভাঙা হাতে পরা ছিল আর্ম স্লিং ব্যাগ ৷
বুধবার গভীর রাতে দুর্দান্ত ফরাসি রিভেরায় চড়ে রওনা দেন বিমানবন্দরের দিকে ৷ বলিউডের পাপারাৎজি ভাইরাল ভায়ানি আন্তর্জাতিক টার্মিনালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য ও আরাধ্যার চওড়া হাসির একটি ভিডিয়ো পোস্ট করেছেন ।
কান চলচ্চিত্র উৎসবে খুবই পরিচিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন ৷ বুধবার বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছে কালো ট্রাউজার এবং একটি দীর্ঘ নীল রঙের ওভারকোটে ৷ তবে হাতের প্লাস্টার বেঁধে নেওয়া ছিল আর্ম স্লিং ব্যাগে ৷ অন্যদিকে, আরাধ্যাকে কালো জগার এবং একটি সাদা সোয়েটশার্টে বেশ কিউট দেখাচ্ছিল ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের 77তম সংস্করণ শুরু হয়েছে গতকাল, 14 মে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বিখ্যাত আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপকে পামে ডি'অর দিয়ে সম্মানিত করা হয় ৷