মুম্বই, 26 মার্চ: হোলির আনন্দে মাতল জুনিয়র বচ্চন পরিবার ৷ রঙের উৎসব বন্ধুদের সঙ্গে উদযাপন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন ৷ তাঁদের সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যাও ৷ বন্ধুদের নিয়ে তাঁদের লাল, নীল, সবুজের ছোঁয়ায় রঙিন ছবি ভাইরাল হল নেট দুনিয়ায় ৷
সেই ছবিতে মেয়েকে নিয়ে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে বচ্চন দম্পতিকে ৷ তাঁদের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিভাবক প্রশিক্ষক পিয়া মার্কার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সেখানে অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যার হোলি উদযাপনের ছবি রয়েছে । একে অপরের গায়ে রং লাগিয়ে উৎসবের জোয়ারে গা ভাসাতে দেখা গিয়েছে তারকাদের ৷ ছোটদের ভিড়ে তাঁরাও শৈশবে ফিরে গিয়েছেন ৷ ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যার পরনে ছিল সাদা রঙের পোশাক ৷
2007 সালের 20 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্য ৷ অমিতাভ বচ্চনের বাংলো প্রতীক্ষায় হয় বিয়ের অনুষ্ঠান ৷ রিল লাইফে 'গুরু', 'ধুম 2' এবং আরও বেশকিছু ফিল্মে স্ক্রিন শেয়ার করেছে এই জুটি ৷ 2011 সালের 16 নভেম্বর তাঁদের কোলে আসে আদরের কন্যা আরাধ্যা ৷ একেবারে ছোট থেকেই মেয়েকে সবসময় আগলে রাখতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে ৷