পশ্চিমবঙ্গ

west bengal

By PTI

Published : 4 hours ago

ETV Bharat / entertainment

'উৎসব' উদযাপন নিয়ে মতভেদ দেব-স্বস্তিকার! - Dev and Swastika

Rg Kar Protest and Durga Puja: একদিকে আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি অন্যদিকে দুর্গাপুজোর উৎসব... উদযাপন নিয়ে মতভেদ দেব-স্বস্তিকার ৷

Rg Kar Protest and Durga Puja
দেব-স্বস্তিকা (সোশাল মিডিয়া)

কলকাতা, 27 সেপ্টেম্বর: আরজি কর আবহে দুর্গাপুজো উৎসব যাপন হবে কি হবে না তা নিয়ে জারি রয়েছে বিতর্ক ৷ তারমধ্যেই একদিকে প্রতিবাদ অন্যদিকে পুজোর মধ্যে ব্যালেন্স রাখা উচিত বলে মনে করছেন অভিনেতা-সাংসদ দেব ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ পুজোয় মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' ৷ ছবির প্রোমোশনে ব্যস্ত গোটা টিম ৷ তারমধ্যেই আরজি কর ও পুজো নিয়ে স্পষ্ট বার্তা দিলেন দুই তারকা ৷

দেব বলেন, "এই পুজো সাধারণ মানুষের জন্য ৷ একটা উৎসব তোমাকে-আমাকে নিয়ে বা কোনও একজনকে নিয়ে উদযাপিত হয় না ৷ পুজো উদযাপন আসলে বাংলার সকল মানুষের জন্য ৷ প্রতি বছর, পুজোর দিনেও আর্থিক সমস্যার কারণে অনেকে উৎসবে যোগ দিতে পারেন না ৷ কেউ কেউ দূরে থাকেন কারণ তাঁরা পুজোয় অংশ নিতে পছন্দ করেন না ৷ আর বাকিরা ভেসে যান উৎসবের স্রোতে ৷ তাই একটি ছেলে-মেয়ে উভয়, প্রত্যেকের উপর ব্যক্তিগতভাবে নির্ভর করছে উৎসবে অংশগ্রহণ করবেন কি করবেন না ৷"

এরপর তিন পুজোর সঙ্গে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির যোগসূত্রের কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "যদি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তাহলে পুজোতে একটা ছবি মুক্তি না পেলে অনেকগুলো মানুষের জীবন প্রভাবিত হয় ৷ অনেক মানুষ এই সিনেমাহল থেকেই জীবিকা নির্বাহ করেন ৷ তাঁদের অধিকার কেড়ে নেওয়া যায় না ৷ বিশেষ করে দুর্গাপুজোর মতো বড় উৎসবে ৷ আমরা সমাজের বিরুদ্ধে লড়াই করতে পারে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে লড়াই করা কি ঠিক হবে?"

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, "প্রতি মুহূর্তে আমার চোখের সামনে অভয়ার বাবা-মায়ের মুখটা ভেসে উঠছে ৷ আমার মনে হচ্ছে, এই পুজোয় আমি ঢাকের তালে নাচ করতে পারব না ৷ এটা কখনই ভাবতে পারব না যে কিছুই হয়নি ৷ কিন্তু অন্যরা কী করবে সেটা আমি বলতে পারি না ৷ আমি অষ্টমীর অঞ্জলি দেব ৷ প্রতিবছর যেমন সন্ধিপুজোই অংশগ্রহণ করি সেটা করব ৷ কিন্তু কোনও উদযাপনে যাব না ৷ আমি কেবলই ঈশ্বরের কাছে প্রার্থণা করব ৷ এর সঙ্গে সিনেমার প্রোমোশন বা সিনেরা মুক্তি পাওয়ার কোনও সম্পর্ক নেই ৷"

এরপর অভিনেত্রী আরও বলেন, "এই ঘটনার পরও মানুষ অফিসে যাচ্ছেন, সিনেমা দেখছেন, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন.. কোনও কিছু তো বন্ধ হয়ে যায়নি ৷ তার সঙ্গে প্রতিবাদটাও চলছে ৷ আমি কখনই বলব না, আমাদের সিনেমা দেখবেন না ৷ কারণ সিনেমা ব্যবসা না করলে টেকনিশিয়ান, হেয়ারড্রেসার বা অন্যদের রুজি রোজগার হবে কি করে?" উল্লেখ্য 'টেক্কা' মুক্তি পাবে 8 অক্টোবর ৷ দেব-স্বস্তিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র ৷

ABOUT THE AUTHOR

...view details