পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মাত্র 32 বছরেই অভিনয় কেরিয়ারে ইতি! বড় সিদ্ধান্ত বিক্রান্ত ম্যাসির - VIKRANT MASSEY ANNOUNCES RETIREMENT

কেরিয়ারে সফলতার উচ্চ শিখরে ছিলেন ৷ আচমকাই ছন্দ পতন ৷ সোমবার অভিনেতা বিক্রান্তের পোস্টে মন খারাপ অনুরাগীদের ৷

Vikrant Massey
বিক্রান্ত ম্যাসির অভিনয় কেরিয়ারে ইতি! (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 2, 2024, 12:50 PM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: টেলিভিশন ও ছবির দুনিয়ায় ভার্সেটাইল অভিনেতা হিসাবে তিনি জনপ্রিয় ৷ সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছেন সেরা পার্সোনালিটি অফ দ্য ইয়ার-এর পুরস্কার ৷ 37 বছর বয়লে কেরিয়ারে সফলতার শিখরে রয়েছেন বিক্রান্ত ম্যাসি ৷ তারমধ্যেই অভিনেতার চমকে দেওয়ার মতো সিদ্ধান্তে অবাক অনেকেই ৷

সোমবার সোশাল মিডিয়ায়, বিক্রান্ত জানিয়ে দিলেন অভিনয় থেকে অবসর গ্রহণ করছেন তিনি ৷ বিনোদন ইন্ডাস্ট্রিতে পথ চলা শেষ করছেন অভিনেতা ৷ টেলিভিশনের জনপ্রিয় শো 'ধুম মাচাও ধুম', 'কবুল হ্য়ায়' ও 'বালিকা বধূ'-তে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন ৷

এরপর 2013 সালে বড়পর্দায় 'লুটেরা' ছবি দিয়ে আত্মপ্রকাশ ৷ ধীরে ধীরে 'দিল ধড়কনে দো', 'ছপক', 'হাফ গার্লফ্রেন্ড', 'হাসিন দিলরুবা', 'আ ডেথ ইন দ্য গুঞ্জ'-এর মতো সিনেমায় প্রশংসিত হয় তাঁর অভিনয় ৷ তবে মেজর সাকসেস তিনি পান 'টুয়েলভথ ফেল' ছবির হাত ধরে ৷ আন্তর্জাতিক স্তরে বিধু বিনোদ চোপড়ার এই ছবি যেন বিক্রান্তের কেরিয়ারে রিস্টার্ট-এর মতো কাজ করে ৷ চলতি বছর শেষের দিকে ছবির প্রি-ক্যুয়েল 'জিরো সে রিস্টার্ট' মুক্তির অপেক্ষায় ৷ এরমধ্যেই জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "বিগত বেশ কয়েকবছর অসাধারণ কেটেছে ৷ আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার এই জার্নিতে পাশে ছিলেন ৷ আমি অনুভব করেছি এবার সময় এসেছে বিরতি নেওয়ার এবং ঘরে ফেরার ৷ একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে ও কারোর ছেলে হিসাবে এবং একজন অভিনেতা হিসাবে ঘরে ফিরছি ৷" এরপর বিক্রান্ত লেখেন, "অতএব 2025 সালে তোমাদের সঙ্গে আমার শেষবার দেখা হবে ৷ যতক্ষণ না সঠিক সময় আসে ততদিন বিরতি ৷ শেষের দুটো ছবি ও দীর্ঘ বছরের স্মৃতি মনে থাকবে ৷ ধন্যবাদ সবাইকে ৷ চিরকৃতজ্ঞ ৷" এই ঘোষণার পরেই বিক্রান্তের অনুরাগীরা চমকে গিয়েছেন ৷ তবে প্রত্যেকেই অভিনেতার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

এর মধ্যে অনেক অনুরাগীর আশা দ্রুতই সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরবেন বিক্রান্ত ৷ আসলে এই পোস্টে অভিনেতা হিসাবে অবসর নিচ্ছেন এমন কথা স্পষ্ট করে বলেননি তিনি ৷ অভিনেতা জানিয়েছেন, এখন তিনি পরিবারকে বেশি সময় দেবেন ৷ তিনি হিন্ট দিয়েছেন যে সঠিক সময় হলে তিনি আবার ফিরে আসবেন ৷ এক অনুরাগী লিখেছেন, "মোর পাওয়ার টু ইউ বিক্রান্ত ৷ তোমার ফিরে আসার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "আমার মনে হয় তুমি পরিচালক বা প্রযোজক হিসাবে ফিরে আসবে ৷" আবার কারোর বক্তব্য, "তোমার যখন সঠিক সময় মনে হবে ফিরে এসো ৷"

প্রসঙ্গত, 2022 সালে বিক্রান্ত বিয়ে করে শীতল ঠাকুরকে ৷ 2024 সালে তিনি এক ছেলের বাবা হন ৷ ফলে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে স্পষ্ট ছেলে ও পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে চান অভিনেতা বিক্রান্ত ম্যাসি ৷

ABOUT THE AUTHOR

...view details