হায়দরাবাদ, 31 অক্টোবর:লুকিয়ে রাখা গেল না ৷ নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালের বিয়ের তারিখ প্রকাশ্যে। চলতি বছর বেশ সাড়ম্বরে নাগা ও শোভিতার বাগদান সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা ও শোভিতা। দক্ষিণী অভিনেত্রী তথা 'ইউ আন্তাভা গার্ল' সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা এবার শোভিতা ধুলিপালাকে স্ত্রী হিসাবে পাশে পেতে চলেছেন ৷ 8 অগস্ট নাগা ও শোভিতার বাগদান সম্পন্ন হতেই ভক্তরা বিয়ের তারিখ জানার অপেক্ষায় ছিলেন ৷ প্রকাশ্যে এই জুটির বিয়ের তারিখ।
নাগা-শোভিতার কবে বিয়ে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালের বিয়ে চলতি বছরেই হতে চলেছে। এমন পরিস্থিতিতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এই জুটির অনুরাগীদের। মিডিয়া রিপোর্টের খবর, নাগা এবং শোভিতার বিয়ে হতে চলেছে চলতি বছর 4 ডিসেম্বর ৷
শোনা গিয়েছে, নাগা ও শোভিতার বিয়েতে পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের বন্ধুরা উপস্থিত থাকতে চলেছেন। সম্প্রতি নাগার্জুনের বাবা আক্কিনেনি নাগেশ্বর রাওকে স্মরণ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট ৷ সেখানে নাগার্জুন ভবিষ্যত পুত্রবধূ শোভিতাকে দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুরাগীদের জন্য নাগা-শোভিতার চমক
তবে, বিয়ের তারিখ নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালের তরফে অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি ৷ ফলে 4 ডিসেম্বর যে নিশ্চিত বিয়ের তারিখ তা নিয়ে অনেক অনুরাগী সন্দেহ প্রকাশ করেছেন ৷ নাগা 2017 সালে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন এবং 2021 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ কিছু সময় পরে, নাগা শোভিতার সঙ্গে ডেটিং শুরু করেন ৷ একাধিকবার তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে যেতেও দেখা গিয়েছে ৷ তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারকরা ৷ এরমধ্যে অগস্টে নাগা-শোভিতার বাগদানের খবর আসতে চমকে যান অনুরাগীরা ৷