পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সাজানো বাগান' রেখে প্রয়াত বাঞ্ছারাম, স্মৃতিচারণায় দীপঙ্কর - DIPANKAR DEY ON MANOJ MITRA

'বাঞ্ছারামের বাগান' ছবির শুরু থেকে শেষ মনোজ মিত্র ও দীপঙ্কর দে'র অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের ৷ মনোজ মিত্রের মৃত্যুতে কী বললেন দীপঙ্কর দে ?

Dipankar Dey on Manoj Mitra
মনোত মিত্রের প্রয়াণে স্মৃতিচারণা দীপঙ্কর দে'র (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 12, 2024, 3:05 PM IST

হায়দরাবাদ/কলকাতা, 12 নভেম্বর: সে কি এক হইহই রইরই কাণ্ড ! লাঠিয়াল এল, বন্দুক হাতে ম্যাজিস্ট্রেট এল... নাতিকে নিয়ে বাগান ছেড়ে পালাচ্ছেন বাঞ্ছারাম... ৷ তারপর... মারা গেলেন জমিদার কর্তা ৷ তাঁর মৃত্যুর পর ছেলে পণ করে বসলেন, এই বাগান তাঁর চাই..চাই ৷ কিন্তু তিনিও মারা গেলেন ৷ চোখ ছোট হয়ে আসা, চামড়া কুঁচকে যাওয়া বাঞ্ছারামের সে যাত্রায় আর মরা হল না ৷ তপন সিনহা পরিচালিত 'বাঞ্ছারামের বাগান' ছবিতে দীপঙ্কর দে ও মনোজ মিত্রের সেই দুর্ধর্ষ অভিনয় কে ভুলতে পারে?

নাট-অভিনয়, লেখনীতে বিনোদন জগত সাজিয়ে রেখে মঙ্গলবার প্রয়াত হয়েছেন শিল্পী মনোজ মিত্র ৷ তাঁর মৃত্যুতে আবেগে ভাসলেন পর্দার 'চক্করী' তথা দীপঙ্কর দে ৷ ইটিভি ভারতে তিনি বলেন, "মনোজ বাবুর সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল আমার ৷ অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন ৷ সুরসিক মানুষ ছিলেন ৷ গল্প করতে করতে, ঠাট্টা করতে করতে নানা রকমের রসিকতা করতেন ৷ অভিনয় করার সময় সেই মানুষটা একদম আলাদা হয়ে যেতেন ৷ ভীষণ একাগ্রতার সঙ্গে তখন উনি অভিনয় করতেন ৷ বিদেশে নাটক করতে গিয়েছি যখন তখনও রিহার্সাল করতে গিয়ে দেখতাম, ভীষণ গম্ভীর হয়ে যেতেন ৷" সহ-অভিনেতা তথা বন্ধুর মৃত্যুতে মন খারাপ দীপঙ্করের ৷

1980 সালে মুক্তি পায় 'বাঞ্ছারামের বাগান' ৷ ছবির নাম ভূমিকায় অভিনয় করন মনোজ মিত্র ৷ তাঁরই 'সাজানো বাগান' নাটক অবলম্বনে ছবি তৈরি করেন পরিচালক তপন সিনহা ৷ সেই বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার আসে ছবির ঝুলিতে ৷

ডি.কে ফিল্মস এন্টারপ্রাইজের নিবেদনে তৈরি এই ছবিতে সংলাপ লেখেন তপন সিনহা, মনোজ মিত্র ৷ অভিনয়ে মনোজ মিত্র, দীপঙ্কর দে, নির্মল কুমার, রবি ঘোষ, ভীষ্ম গুহঠাকুরতা, দেবীকা মুখোপাধ্যায়,মাধবী মুখোপাধ্যায়, বিপ্লব রায়-সহ আরও অনেকে ৷ ছবিতে বারবার মরতে চেয়েও মরতে পারেনি বাঞ্ছারাম ৷ তবে বাস্তবে সাজানো বাগান রেখে পরলোকে গমন করেছেন মনোজ মিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details