হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: গতবছর অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের জন্য সেরা বছর বলা যেতে পারে। রূপোলি পর্দায় বাবলি থেকে আলাপ, শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে থেকে বহুরূপী উপহার দিয়েছেন আবির। এবার তাঁর অভিনীত ছবি 'ডিপফ্রিজ' জায়গা করে নেয় তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025-এ । সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় 'ডিম্পল' বয় ।
এদিন সাক্ষাৎকারে প্রথমেই উঠে আসে অর্জুন দত্ত পরিচালিত ডিপফ্রিজ সিনেমার নেপথ্যের গল্প । তিনি বলেন, "অর্জুন আমার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করতে চাইছিল। আমাকে ও ডিপফ্রিজের গল্প শুনিয়েছে অনেকদিন আগে । কিন্তু ছবিটা করা হয়ে উঠছিল না। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে এই সিনেমা শেষ হয়। তবে এখন পর্যন্ত সিনেমা জনসাধারণের জন্য মুক্তি পায়নি । এখনও পর্যন্ত সিনেমাটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে, প্রশংসিত হচ্ছে । এখানে এল। দেখা যাক, কবে প্রেক্ষাগৃহে আসে।
তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এসে তেলুগু ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা । জানালেন এখানকার ছবি কীভাবে আন্তর্জাতিক স্তরে দর্শকদের মন জয় করে নিচ্ছে, তা বাংলার পরিচালক-প্রযোজকদের শেখা উচিত। পাশাপাশি তিনি এও জানান, হায়দরাবাদের মতো জায়গায় যেখানে লাখো বাঙালির বাস, সেখানে বাংলা সিনেমার মুক্তি খুবই কম। কোথায় খামতি, সেই দিকেও নজর দেওয়া দরকার।